|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজন করেছে ‘স্যালমন ফেস্ট’ উৎসবের। রেস্টুরেন্ট ‘গ্রিল অন দ্য স্কাইলাইন’-এর উন্মুক্ত পরিবেশে এ আয়োজনটি সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত; শেষ হবে ৭ মার্চ। এ উৎসবের বৈশিষ্ট্য হল রেস্টুরেন্টের রন্ধন বিশেষজ্ঞরা সরাসরি অতিথিদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে তাদের পছন্দ অনুযায়ী ফ্রেশ স্যালমন ফ্রাই অথবা গ্রিল পরিবেশন করবেন। রান্নার আগে অতিথিরা চার পদের স্যালমন কাট (কাঁটাসহ বা কাঁটা ছাড়া এবং স্কিন ছাড়া বা স্কিনসহ) থেকে যে কোনো একটি বাছাই করে নিতে পারবেন। বিস্তারিত যোগাযোগ : +৮৮০১৭১৩৩৩২৬৬১।
