স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিবি রাসেল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ মার্চ ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
‘ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা’ গানের সঙ্গে দীর্ঘদিন পর মঞ্চে উঠলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল ও ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। বর্ণিল আলোকচ্ছটা আর ‘বিবি প্রোডাকশনস’র দেশীয় গামছার নকশার আদলে তৈরি লাল সবুজের বাহারি পোশাক সে দিনের সন্ধ্যাটাকে রঙিন করে তোলে। সেই সঙ্গে ‘হাউজ অব আহমেদ’র নান্দনিক পোশাকের জৌলুশের আলোকচ্ছটাও ছড়িয়ে দেন মডেলরা। বর্ণিল এ আয়োজনের মধ্য দিয়েই অনুষ্ঠিত হয়ে গেল ‘ম্যাজিক্যাল থ্রেডস’। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে শুক্রবার রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত এ ফ্যাশন শো-এর যৌথ আয়োজক ছিল ‘বিবি প্রোডাকশনস’ এবং দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন স্টুডিও ‘হাউজ অব আহমেদ’। এতে সহযোগিতা করেছে সানসিল্ক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, র্যাডিসন, এফবি ফুটওয়্যার ও ফারজানা শাকিল।
জমকালো এ আয়োজনটি দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে ‘ম্যাজিক্যাল থ্রেডস’র শুরুতেই বিবি প্রডাকশন ৫০ বছরের বিভিন্ন ডিজাইন ও ট্রেন্ডের পোশাক ও গহনা তুলে ধরে। দেশাত্মবোধক গান ‘সালাম সালাম হাজার সালাম’, ‘বাবু সেলাম বারে বার’ ও ‘জয় বাংলা, বাংলার জয়’ গানের সঙ্গে বিবি প্রোডাকশনস-এর লাল সবুজ রং মিশ্রিত পোশাকে মঞ্চে ওঠেন মডেলরা। প্রতিটা পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে গামছার তৈরি মাস্ক পরেন মডেলরা। ফ্যাশন শো-এর কোরিওগ্রাফি করেছেন নয়নিকা চ্যাটার্জি।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নান্দনিক পোশাকে আসেন হাউজ অব আহমেদ-এর মডেলরা। ‘আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার’, ‘আমি ফাইসা গেছি মাইনকা চিপায়’, ‘ভালোবাসব বাসবরে বন্ধু তোমায় যতনে’ ও ‘আশপাশের ময়মুরব্বি যে আছেন যেথায়’ গানের সঙ্গে এন্ডি সিল্কের তৈরি বাহারি রঙের পাঞ্জাবি ও পাগড়ি পরিধানে ছেলে মডেলরা এবং ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’, ‘চুরি করেছ আমার মনটা’, ‘চুমকি চলেছে একা পথে’, ‘পাগল মন, ও মনরে’ ও ‘বেদের মেয়ে জোছনা’ গানের সঙ্গে সিল্কের শাড়িতে, সালোয়ার কামিজ ও লং ফ্রকে লেসের কাজ জরি ও চুমকির বুনন মুগ্ধতা ছড়িয়ে দেয়। ‘তাকধুম তাকধুম বাজাই বাংলাদেশের ঢোল’ গানের মধ্য দিয়ে শেষ হয় ‘ম্যাজিক্যাল থ্রেডস’।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী আবুল কালাম আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, হোটেল র্যাডিসন ব্লু’র জেনারেল ম্যানেজার আলেকজান্ডার হেউসলার, হাউজ অব আহমেদ লিমিটেডের চেয়ারম্যান তানজিলা এলমা, ব্যবস্থাপনা পরিচালক আহমেদ তুহিন রেজা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের গ্রুপ চেয়ারম্যান হেদায়েতুল্লাহ রন প্রমুখ।
