‘নাতি গায়ে দাওতো দেখি তোমাকে কেমন লাগে’
ঘরেবাইরে প্রতিবেদক
প্রকাশ: ১৫ মার্চ ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সম্পর্কে বঙ্গবন্ধুর দাদা ছিলেন সদর সাহেব হুজুরখ্যাত মাওলানা শামছুল হক ফরিদপুরী। তিনি যখন লালবাগ মাদ্রাসার মুহতামিম (১৯৫০-৬৮), তখন শেখ মুজিবুর রহমান ঢাকার রাজনীতিতে তরুণ নেতা। তিনি ছিলেন সদর সাহেব হুজুরের একান্ত ভক্ত। সপ্তাহে কয়েকবার দাদাকে দেখতে লালবাগে যেতেন। ফলে তৎকালীন ফরিদপুরীর সমসাময়িক অনেক আলেমকে তিনি দাদাজি বলে সম্বোধন করতেন। তাদের সঙ্গে সুগভীর সম্পর্ক গড়ে উঠেছিল শেখ মুজিবুর রহমানের। সে ইতিহাস কেউ লেখেন না। আল্লামা শামছুল হক ফরিদপুরী সব সময় পাঞ্জাবির ওপর কালো সদরি পরতেন। একদিন লালবাগে হুজুরের কামরায় বসে শেখ মুজিবুর রহমান বললেন, দাদা আপনার কোট আমার খুব ভালো লাগে। সঙ্গে সঙ্গে সদর সাহেব হুজুর নিজের পরনের কালো কোটটি গা থেকে খুলে নাতি মুজিবকে পরিয়ে দিলেন। বললেন, ‘নাতি গায়ে দাও তো দেখি, তোমাকে কেমন লাগে, বঙ্গবন্ধু পরতেই ফরিদপুরী বললেন, দারুণ তো লাগছে নেতাকে। এখন মনে হচ্ছে, তোমাকে সত্যিকারের নেতা। ঠিক আছে, তোমাকে দিয়ে দিলাম। তুমি সব সময় এটি পরে মিটিং-মিছিলে যাবে।’
সেই থেকে দাদা হুজুরের কালো কোট শেখ মুজিবুর রহমান গায়ে পরেছিলেন; বরকতের জন্যই কিনা কে জানে, আমৃত্যু এ কালো কোট ছিল তার নিত্যসঙ্গী। বঙ্গবন্ধুর প্রিয় পোশাক।
সদর সাহেব হুজুরের বড় ছেলে মাওলানা রুহুল আমিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বঙ্গবন্ধু নিয়মিত পরিধান করার কারণে তার অনুরাগীদের মধ্যেও ‘মুজিব কোট’ নামে যে পোশাকটি জনপ্রিয় হয়েছে, সেটি বঙ্গবন্ধুকে উপহার দিয়েছিলেন আমার বাবা আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.)। মাওলানা রুহুল আমিন বলেন, আমি সরাসরি না দেখলেও আমাদের এলাকার বহু মানুষের কাছ থেকে বিষয়টি জেনেছি।
