Logo
Logo
×

ঘরে বাইরে

গরমে স্বস্তি প্রিন্টের হাফস্লিভ

Icon

ফারিন সুমাইয়া

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

চৈত্রের প্রখরতা ধরা দিচ্ছে বাতাসে। তীব্র গরম সঙ্গে কড়া রোদের তেজ যেন পুড়িয়ে দিতে চায় চারপাশ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা। বৈশাখের আগে জনজীবনেও নেমে এসেছে অস্থিরতা। তাই এ গরমে তরুণদের সবচেয়ে পছন্দের আর স্বস্তির পোশাক হচ্ছে হাফহাতা শার্ট অথবা টি-শার্ট। তাই পোশাকের ক্ষেত্রে রাখতে হচ্ছে বিশেষ নজরদারি যাতে গরম থেকেও রক্ষা মেলে আবার ঘাম হলেও তা শুষে নেয় অল্প সময়ের মধ্যে। এ ছাড়া আঁটসাঁট পোশাক যেন গরমে মাত্রা আরও বাড়িয়ে দেয়। তাই নিজেকে ফুরফুরে রাখতে এমন পোশাক বেছে নিতে হবে যাতে গরমের মাঝেও নিজেকে রাখা যায় আরামে। গরমের এ সময়ে নিত্যদিনের যাদের সঙ্গী শার্ট তারা তাদের পোশাকের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনতে পারেন। ফুলহাতা শার্ট থেকে বের হয়ে বেছে নিতে পারেন হাফহাতা শার্ট অথবা টি-শার্ট। যাদের প্রতিদিন অফিস করতে হচ্ছে তারা বেছে নিতে পারেন হাফহাতা শার্ট। একটা সময় পর্যন্ত শার্ট মানেই ছিল স্ট্রাইপ কিংবা যে কোনো একরঙা শার্ট। তবে সময়ের সঙ্গে সঙ্গে পছন্দের তালিকায়ও পরিবর্তন এসেছে। কালারফুল শার্টের সঙ্গে সঙ্গে বর্তমান তরুণদের পছন্দ প্রিন্টের হাফস্লিভ। নানা রঙের লতাপাতা আর কারুকাজ থাকায় ফ্যাশন প্রিয় মানুষ হিসাবেও এসব শার্টে আপনাকে মানায় যে কোনো স্থানে। এ ছাড়া কালারফুল হওয়ার কারণে গরম থেকেও অনেকটা স্বস্তি মেলে এসব কালেকশনে। পাশাপাশি খোলামেলা হওয়া কারণে বাতাস চলাচলের বেশ উপযোগী এ হাফস্লিফ। রঙের পাশাপাশি কাপড়ের ক্ষেত্রে সুতি, কটন নিট-ফেব্রিক্স, পলিস্টার হওয়ার কারণে গরমে মেলে স্বস্তি। অনেকেই আবার শার্টের মাঝেও প্রিন্টের শার্ট বেছে নেয় এ গরমে। এতে করে হাতের সামনের দিক ভাঁজ করে রেখেও আপনি আউটলুকে পরিবর্তন আনতে পারেন। হাফস্লিভ শার্টের পাশাপাশি টি-শার্টের কদরও বেশ এই গরমে। যে কোনো অনুষ্ঠান কিংবা বাইরে যাতায়াতের ক্ষেত্রে সবার আগে তরুণদের পছন্দ টি-শার্ট। এসব টি-শার্টের মাঝেও আছে ভিন্নতা। কারও পছন্দ গোল কিংবা রাউন্ড শেভ গলা আবার কারও পছন্দ কলার টি-শার্ট। রঙের ক্ষেত্রে এসব টি-শার্ট একরঙা কিংবা দুই তিন রঙের কম্বিনেশনের মাঝে চোখে পড়ে। অনেকেই আবার নিজেদের পছন্দের কোনো বাক্য, লাইন কিংবা হ্যান্ড প্রিন্ট করিয়ে থাকেন। এ ক্ষেত্রে এসব টি-শার্ট অথবা শার্ট যে কোনো অনুষ্ঠানের সঙ্গেও বেশ মানানসই। বিশেষ করে বৈশাখের আমেজের সঙ্গে খুব সহজেই এসব কালারফুল শার্ট অথবা টি-শার্ট খুব সহজেই মানিয়ে যায়। ভিন্ন ভিন্ন রঙের ছোঁয়াতে বাঙালির বর্ষবরণের আমেজও বেশ মানানসই এসব হাফস্লিফ। অন্যদিকে টি-শার্টের মাঝেও এসেছে নানা ধরনের বৈচিত্র্য। বোতাম থেকে শুরু করে কাটিং, হাতা কিংবা পকেটের মাঝেও নানা ডিজাইন বর্তমান সময়ে নজর কাড়ে। আর রঙের ক্ষেত্রে এ গরমে সাদা মেজেন্ডা, ধূসর, বাদামি, কমলা, পেস্ট কালার সবচেয়ে বেশি পছন্দ তরুণদের। কলারের ক্ষেত্রে আলাদা কারুকাজ থাকে এসব টি-শার্টে। অন্যদিকে ফ্যাশনপ্রেমী তরুণদের কাছে এসব টি-শার্টের সঙ্গে মিলিয়ে থ্রি-কায়ার্টার প্যান্ট বেছে নেওয়ার বিষয়টিও বেশ নজরে আসছে। এ ক্ষেত্রে একরঙা যেমন কমলা, হলুদ, সাদা, বাদামি, ধূসর রঙের থ্রি-কোয়ার্টার প্যান্টের প্রচলন চলছে হাল ফ্যাশনে। অন্যদিকে পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা জোড়া নির্বাচনের ক্ষেত্রে বেশ সচেতন তরুণরা। সাদা কালো বিট কিংবা এক কালারের সাদা, কালো, কমলা, হলুদ, লাল, নীল, বেগুনি রঙের কেডস এখন তরুণদের ফ্যাশন সঙ্গী। এসব জুতাতে যেমন লম্বা সময় পর্যন্ত আপনি স্বাচ্ছন্দ্যের সঙ্গে থাকতে পারবেন তেমনই আরামে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতও করতে পারবেন। আর এভাবেই গরমের এ সময়জুড়ে নিজেকে রাখতে পারবেন ফুরফুরে আমেজে স্বস্তির সঙ্গে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম