Logo
Logo
×

ঘরে বাইরে

আয়োজন

Icon

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

টাঙ্গনের পণ্যে ছাড়

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে অনলাইন শপিং ব্র্যান্ড ‘টাঙ্গন’ তাদের পণ্যে বিভিন্ন ধরনের অফার দিচ্ছে। সর্বোচ্চ ৫০ শতাংশ মূল্য ছাড়ের পাশাপাশি রয়েছে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থাও। আকর্ষণীয় এ অফারটি চলবে ঈদ পর্যন্ত। ওয়েবসাইট ‘tangoonbd’

আর্ট

বাংলা নববর্ষের পোশাকগুলোর অন্যতম বৈশিষ্ট্য মার্জিত কালার কম্বিনেশন। পোশাকের কাপড়ের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে সম্পূর্ণ কটন কাপড়। https://www.facebook.com/artbd

ব্যাং’র বৈশাখের পোশাক

পাবেন আধুনিক ফ্যাশনেবল ক্যাজুয়াল বা ফরমাল শার্ট, টি-শার্ট, পলো শার্ট, প্যান্ট, ফতুয়া, পাঞ্জাবিসহ সব রকম মানানসই পোশাক। facebookhttps://www.facebook.com/bang

বিশ্ব রঙের নতুন শো-রুম

নববর্ষকে স্বাগত জানানোর উল্লাসে শুভানুধ্যায়ীদের প্রত্যাশা পূরণে ‘বিশ্বরঙ’ রাজধানীর ইস্টার্ন প্লাজার নিচতলায় উদ্বোধন করেছে নতুন শাখা। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির গৌরবময় উৎসব পহেলা বৈশাখকে বরণ করতে বিশ্বরঙে-এর ‘উৎসবে বিশ্বরঙ’ শীর্ষক পোশাক প্রদর্শনী চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্বরঙ-এর সব শোরুম এবং অনলাইনে www.bishworang.com ওয়েবসাইটে।

কে-ক্র্যাফটের বৈশাখী আয়োজন

নিজস্ব ডিজাইনে শাড়ি, সালোয়ার-কামিজ, লং-কুর্তি, রেগুলার কুর্তি, টপস-স্কার্ট, কটি, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টি-শার্ট এবং অরনামেন্টস্ ও গৃহসজ্জা সামগ্রী। এ ছাড়াও শিশুদের জন্য থাকছে নানা পোশাকের সমৃদ্ধ আয়োজন। বরাবরের মতোই থাকছে যুগল ও ফ্যামিলি পোশাক।

রঙ বাংলাদেশের বৈশাখী আয়োজন

এবারের অভিযাত্রায় সৃজনের মূল প্রেরণা হিসাবে গ্রহণ করা হয়েছে শতরঞ্জি, উজবেক সুজানী, মধুবনী ও মানডালা থেকে। রঙ বাংলাদেশ বরাবরই বাংলার কথা বলে। বাঙালির কথা বলে। বাংলাদেশের পোশাক সংস্কৃতিকে সচেতনভাবে বিবেচনায় রেখেই রঙ বাংলাদেশ তাদের সংগ্রহ সাজিয়ে থাকে। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। বরং এই সময়, প্রকৃতির অবস্থা, পারিপার্শ্ব, আবহাওয়াও পোশাকের উপকরণ নির্বাচনে বিশেষ গুরুত্ব পেয়েছে।

প্রসাধনী সামগ্রী নিয়ে পেপারফ্লাই

কেশ পরিচর্যার প্রসাধনী থেকে শুরু করে, ব্যক্তিগত পরিচর্যা ও ত্বক পরিচর্যাসামগ্রী, মেকাপসামগ্রী সবকিছুই এখন পেপার ফ্লাই এ পাওয়া যাবে। সম্প্রতি সাজগোজের প্রধান পরিচালনা কর্মকর্তা মিল্কি মাহমুদ এবং পেপারফ্লাইয়ে পক্ষ থেকে মহাব্যবস্থাপক রিয়াজ উদ্দিন খান ও মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম ফাহমি চুক্তি স্বাক্ষর করেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ফগ

সম্প্রতি ফগ-এর প্রস্তুতকারক ভিনি কসমেটিকস (বিডি) লিমিটেডের নতুন দুটি স্পেশাল এডিশন বডি স্প্রে ‘ব্রেইভ’ এবং ‘কারেজ’-এর উদ্বোধন করে। একইসঙ্গে প্রি-অর্ডার বিতরণের জন্য এ অনুষ্ঠানের মাধ্যমে ফগ-এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশে বৃহত্তম ই-কমার্স বিজনেস প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম। এ প্রসঙ্গে ভিনি কসমেটিকস (বিডি) লিমিটেডের কান্ট্রি ম্যানেজার আহসান খন্দকার ও ইভ্যালি ডটকমের সিইও মোহাম্মদ রাসেল উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এ দুটি স্পেশাল এডিশন প্রি-অর্ডারের মাধ্যমে evaly.com-এ পাওয়া যাবে। ফগের এ স্পেশাল এডিশনের ক্রিয়েটিভ পার্টনার হিসাবে সহযোগিতায় ছিল প্যাপিরাস কমিউনিকেশন লিমিটেড।

বৈশাখে মনে মন্টুর শাড়ি

টাঙ্গাইলের প্রখ্যাত শাড়ি হাউজ ‘মনে মন্টুর শাড়ি’ আসন্ন বাংলা নববর্ষে (১৪২৮) কালেকশনে এনেছে নয়নকাড়া, মানসম্পন্ন, আধুনিক ডিজাইনের নানা রঙের চমৎকার সুতি, সিল্ক, হাফসিল্ক, জুটকাতান, সুতির চেকের ডিজাইনকৃত ফ্যাশনেবল নান্দনিক শাড়ি।

আরামদায়ক মনোমুগ্ধকর মনে মন্টুর শাড়ি ক্রয়ের জন্য আপনি যেতে পারেন টাঙ্গাইল শহরের পুরোনো আদালত রোডের টাঙ্গাইল প্লাজার ১ম ও ২য় তলার তিনটি শোরুম এবং রাজ্য ট্রেডার্সের (০১৬৭৫৬৯৪৯৭৯) আউটলেটে সহনীয় দামে মনে মন্টুর শাড়ি পাথরাইলের দেলদুয়ার এবং ঢাকার খ্যাতনামা আউটলেট থেকেও সংগ্রহ করা যেতে পারে।

‘লেদারেক্স’-এর নতুন আউটলেট শুভ উদ্বোধন

আধুনিক ফ্যাশন ডিজাইন ও অরজিনাল লেদার ব্র্যান্ড পণ্য নিয়ে সুবিশাল পরিসরে ঢাকার খিলগাঁও, তালতলায় উদ্বোধন হলো ‘লেদারেক্স’-এর নতুন আউটলেট। ১২ মার্চ আনুষ্ঠানিকভাবে নতুন এ আউটলেটের উদ্বোধন করেন লেদারেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে লেদারেক্স ফ্যাশন অ্যান্ড ফুটওয়্যারের এজিএম মোস্তাফিজুর রহমান, সেলস ম্যানেজার মনির চৌধুরীসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিদেশে রপ্তানির পাশাপাশি দেশীয় ক্রেতাদের জন্য চাহিদা অনুযায়ী পুরুষ, মহিলা এবং সব বয়সি শিশুদের ফ্যাশনেবল এক্সক্লুসিভ ডিজাইনের চামড়ার জুতা, স্যান্ডেল, ব্যাগ ও স্মল লেদার গুডস্ আইটেমে সাজিয়ে তুলেছে ‘লেদারেক্স’-এর এ আউটলেটকে। ধানমণ্ডি অর্চাড পয়েন্ট, উত্তরা, বনানী, বেইলি রোড, মিরপুর (ডিওএইচএস) লেদারেক্সের আউটলেট রয়েছে। এ ছাড়া লেদারেক্স বড় বড় শহরগুলোতে ফ্র্যাঞ্চাইজ নিয়োগ দিচ্ছে।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম