|
ফলো করুন |
|
|---|---|
রঙ বাংলাদেশ
বাবা দিবস উপলক্ষ্যে রঙ বাংলাদেশ সব বাবাকে শ্রদ্ধা জানাতে ছেলেদের পোশাকে ২০ শতাংশ মূল্যছাড় দিচ্ছে অনলাইন কেনাকাটায়। অনলাইন প্লাটফর্মে এ ছাড়টি চলবে ২০ জুন পর্যন্ত রঙ বাংলাদেশ-এর একটি উদ্যোগ ‘শ্রদ্ধাঞ্জলি’। এ সাব-ব্র্যান্ডটি বয়োজ্যেষ্ঠদের আপন ভুবন। বাবা দিবসে উপহার দেওয়ার জন্য কিনতে এবং হোম ডেলিভারি সুবিধা পেতে ভিজিট করুন : www.rang-bd.com অথবা https://www.facebook.com/ rangbangladesh ফেসবুক পেজে। যে কোনো প্রয়োজনে ফোন করুন হোয়াটস্ অ্যাপ সুবিধা সম্বলিত
কে-ক্র্যাফট
বাবার সঙ্গে মন খুলে কথা হয় না কতদিন! মনের গহিনে কত অনুভূতি হয়তো অব্যক্ত রয়ে যায় সারা জীবন। বাবা দিবসে এবার বাবার উদ্দেশে লিখে ফেলুন সেই না-বলা কথা। প্রকাশিত হোক, কতখানি ভালোবাসা জমিয়ে রেখেছেন বাবার জন্য। কে-ক্র্যাফটের ‘বাবার জন্য চিঠি’ উদ্যোগের অংশ হিসাবে সেরা চিঠিগুলো পৌঁছে যাবে বাবাদের কাছে।
ডিজিটাল যুগে ট্র্যাডিশনাল পদ্ধতিতে চিঠি পাঠিয়ে বাবাকে ভালোবাসা ব্যক্ত করার নতুন এক প্রয়াস নিয়ে বাবাকে মনের কথা বলার এ উদ্যোগটি নেওয়া হয়েছে। আপনার লেখা চিঠি পাঠিয়ে দেওয়ার শেষ সময় ১৪ জুন, ২০২১ রাত ১১:৫৯ মিনিটে। এ ছাড়াও এ উদ্যোগের অংশগ্রহণকারীদের মাঝ থেকে সেরা ৩ চিঠির জন্য থাকছে কে-ক্র্যাফটের পক্ষ থেকে বিশেষ উপহার! সবার সেরা চিঠি : বাবার সঙ্গে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ডিনার,২য় সেরা চিঠি : বাবা ও সন্তানের জন্য উপহারসামগ্রী,৩য় সেরা চিঠি : বাবার জন্য উপহারসামগ্রী চিঠি পাঠাতে ভিজিট করুন : https://www.kaykraft.com/campaign/
