Logo
Logo
×

ঘরে বাইরে

ঈদ আয়োজন

Icon

প্রকাশ: ০৫ জুলাই ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ঈদে রঙ বাংলাদেশ

অনলাইন কেনাকাটায় ফেসবুক ও ওয়েবসাইটে নির্দিষ্ট পণ্যের ওপর থাকছে ৫০ শতাংশ মূল্যছাড় আর ১০০০ টাকার ওপরে কেনাকাটায় হোম ডেলিভারি একদম ফ্রি। থাকছে আরও অফার। অর্ডার করতে অনলাইনে ভিজিট করুন www.rang-bd.com

কেয়ার বক্স’র যাত্রা শুরু

রাজধানীর মনিপুরি পাড়ায় সম্প্রতি যাত্রা শুরু করা কেয়ার বক্স চারটি সেবা দেবে ২৪/৭ ওষুধ, পারসোনাল কেয়ার, ডাক্তার এবং ই-কমার্স। কেয়ার বক্সে বিদেশ ফেরত কনসালটেন্ট ডাক্তার দেখাতে লাগবে না কোনো ভিজিট, টেস্টের রিপোর্টেও মিলবে সর্বনিু খরচে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ মাননীয় সংসদ সদস্য ডা. মো. হাবিবে মিল্লাত, এমপি, কবি মোহন রায়হান, কোয়ার বক্স-এর কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যম কর্মী। জানতে : www.care-box.com

বর্ষায় ব্যাং

সৃজনশীলতায় তৈরি করছে একদম আলাদা স্টাইলের টিশার্ট, পলোশার্ট, কাতুয়া, ফতুয়া। পাবেন আধুনিক ফ্যাশনেবল ক্যাজুয়াল বা ফরমাল শার্ট, টি-শার্ট, পলোশার্ট, ফতুয়া, কাতুয়া, প্যান্ট, পাঞ্জাবিসহ নানারকম মানানসই পোশাক।

https://www. facebook.com/bang2006

তহু’স ক্রিয়েশনস

সামনে ঈদ, আষাঢ় মাস। এই বৃষ্টি, এই রোদ, এই গরম এই ঠান্ডা, এই আবহাওয়ার কথা চিন্তা করেই ফ্যাশন হাউস তহু’স ক্রিয়েশনস রেমি কটন কাপড়ের ওপর নিজস্ব ডিজাইনে হাতের কাজের সিঙ্গেল কুর্তি নিয়ে এসেছে। ফেসবুক লিংক হচ্ছে-

https://www.facebook.com/tohuscreations/

সমুদ্রের জীব ও বৈচিত্র্য নিয়ে কে ক্র্যাফট

আমাদের প্রকৃতিকে স্বাভাবিক-সুন্দর রাখার প্রত্যয়ে দেশের অন্যতম ফ্যাশন ও লাইফ স্টাইল ব্র্যান্ড কে-ক্র্যাফট নানা প্রচেষ্টা নিয়েছে। প্রকৃতি নিয়ে কে-ক্র্যাফটের ভাবনা নতুন নয়। প্রকৃতির প্রেরণায় ফুল এবং পাখি নিয়েও ছিল কে-ক্র্যাফটের ভিন্ন মাত্রার আয়োজন। প্রকৃতির প্রতি সহমর্মিতার ভাবনা থেকেই এবারের ঈদ আয়োজনে ‘সমুদ্রের জীব ও বৈচিত্র্য’ নিয়ে পোশাকের এ বিশেষ সিরিজটি ফ্যাশনের বাইরে সচেতনতা সৃষ্টিরও একটি প্রয়াস। সমুদ্রের বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণিকুল-শামুক, ঝিনুক, স্টার ফিশ, শ্যাওলা, কোরাল এবং সমুদ্রের ঢেউ, আকাশ ও পাহাড়কে নান্দনিকভাবে উপস্থাপন করা হয়েছে নানা রকম পোশাকে। এ ছাড়া থাকছে জামদানি, জ্যামিতিক ও ফ্লোরাল মোটিফে করা নানা কালেকশন। ঘরে বসে সহজে পছন্দের পোশাকটি এবারের ঈদ আয়োজন থেকে কিনতে পারেন নতুন সাজে সজ্জিত কে-ক্র্যাফটের অনলাইন স্টোর kaykraft.com থেকে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম