Logo
Logo
×

ঘরে বাইরে

বর্ষার ফুল

Icon

ফারিন সুমাইয়া

প্রকাশ: ০৫ জুলাই ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বর্ষার আকাশ মানেই মেঘের ঘনঘটা। সৃষ্টি স্নানে গাছের সবুজ পাতায় নতুন ফুলের মিষ্টি ঘ্রাণ আছন্ন করে ফেলে চারপাশ। একটানা বৃষ্টির একঘেয়েমি ছাড়াতেই যেন রঙিন ক্যানভাসে ভরিয়ে তোলে প্রকৃতি নিজেকে। গাছে গাছে সবুজের সমারহে বৃষ্টি স্নানে নেচে ওঠে ফুলের গুচ্ছ। কখনো তা কদমের হলুদে আবার কখনো দোলনচাঁপা, শাপলা কিংবা কামিনী, দোপাটির আভায়। প্রেয়সীর হাতের মুঠোয় বৃষ্টি ভেজা কদম জানায় বর্ষার আগমন বার্তা। তাই বুঝি বর্ষাকে বলা হয় প্রকৃতির রানী। ঋতুচক্রের আবর্তনে গ্রীষ্মের প্রখরতার পরই আসে বর্ষার আগমন। এ ঋতুর পুরোটা সময়জুড়েই থাকে নানা ফুলের পালাক্রমে আগমন। বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে গাছে গাছে দেখা মিলে কদম ফুলের। দেখতে সম্পূর্ণ গোল বৃত্তাকার ফুলটির মিষ্টি ঘ্রাণে মুখরিত করে তুলে বর্ষার বর্ষণময় দিন। মূলত আষাঢ় শ্রাবণ এ দুই মাসই কেবল দেখা মেলে এ ফুলের। বর্ষা ঋতুর আরেকটি ফুল হচ্ছে দোপাটি। এ ফুলগুলো কিছু ক্ষেত্রে জোড়ায় জোড়ায় হয়ে থাকে। আর রঙের দিক থেকেও নানা রঙের বাহারি পসরাতে যেন নিজেকে সাজিয়ে নিয়েছে ফুলগুলো। কোনোটি লাল অথবা বেগুনি, আকাশি, নীল সাদাসহ নানা রং হয়ে থাকে এ বর্ষা সুন্দরীর। মেঘ কালো বর্ষা দিনের আরেকটি ফুল হচ্ছে কামিনী। এর মিষ্টি ঘ্রাণে ম-ম করে ওঠে চারপাশ।ঝোপের মতো গাছের সবুজ পাতার ফাঁকে ফাঁকে উঁকি দিয়ে থাকা সাদা ফুলগুলো মিষ্টি সুবাসের সঙ্গে স্নিগ্ধতাও ছড়ায় চারপাশে। অন্যদিকে কামিনী গাছ খুব একটি লম্বা হয়ে থাকে না। মে থেকে জুলাই পর্যন্ত মূলত এ ফুলের দেখা পাওয়া যায়। এসব ফুলের পাশাপাশি বর্ষার আরেকটি ফুল হচ্ছে দোলনচাঁপা। কিছু জায়গায় এ ফুলটি দোলনচাঁপা হিসাবেও বেশ পরিচিত। সাদা রঙের এ ফুলের বড় বড় প্রজাপতির মতো পাপড়ি বৃষ্টি ভেজার স্নিগ্ধতায় নিজেকে আছন্ন করে রাখে প্রকৃতির মাঝে। তাই হয়তো এ ফুলকে বাটারফ্লাই লিলি নামেও পরিচিতি দেওয়া হয়েছে। বর্ষার আরেকটি আকর্ষণ হচ্ছে শাপলা। জলে থই থই বর্ষায় এ সময়ে দেখা মিলে পুকুরে কিংবা ঝিলের জলে শাপলার। সাধারণত আমরা সাদা শাপলার সঙ্গেই বেশি পরিচিত, কিন্তু বর্ষার এ ফুলের আছে নজরকাড়া আরও বেশ কিছু রং। এ ছাড়া এতে রয়েছে আরও ৯০ ধরনের প্রজাতি। জাতীয় ফুল শাপলা অনেকেই সখ করে মালা কিংবা কানের দুলের মতো পরে থাকে বর্ষার আগমনকে স্বাগত জানাতে। খালে বিলে নতুন পানির আগমন জীবনের বার্তা পৌঁছে দেয় আরও অনেক জলজ উদ্ভিদের মাঝেও। বর্ষার রূপে রাঙিয়ে এভাবেই প্রকৃতিতে পালাক্রমে আসে ঋতু রানি সঙ্গে নিয়ে কদম, বেলি, কেয়া কখনো বকুলের সুভাস মেখে।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম