ব্যথা কমাবে বৃক্ষাসন
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
* প্রথমে তাড়াসনে দাঁড়ানো।
দু’পা জোড়া।
দু’হাত শরীরের সঙ্গে লাগানো।
মেরুদণ্ড টানটান।
দৃষ্টি সোজা।
* এবার বাম পা হাঁটুতে ভাঁজ করে ডান পায়ের থাই-এর ভেতরের দিকে দু’হাত দিয়ে রাখুন
* এবার দু’হাত শরীরের দু’পাশ দিয়ে মাথার ওপর তুলুন
* এভাবে কমপক্ষে প্রথমে ১০ সেকেন্ড স্থির হয়ে থাকুন।
* এবার দু’হাত শরীরের দু’পাশ দিয়ে নামিয়ে আনুন।
* এবার দু’হাত দিয়ে বাম পায়ের পাতা নামিয়ে ফেলুন।
* তাড়াসে দাঁড়ান।
* এভাবে একইভাবে বিপরীত দিকে করুন।
* এই হলো একবার।
* এভাবে তিনবার করুন।
* প্রতিবার করার পর সব আসনে বিশ্রাম নিতে হবে।
উপকারিতা
* এই আসনে শরীরের ভরসাম্য বজায় থাকে।
* এই আসনে আমাদের গোড়ালির জয়েন্ট, শক্তিশালী হয়।
* এই আসনে পায়ের বিভিন্ন ধরনের যেমন : গোড়ালি হাঁটু, হিপ জয়েন্টের মতো ব্যথা ভালো হয়ে যায়।
