|
ফলো করুন |
|
|---|---|
আপকামিং নতুন পোশাক ট্রেন্ড পরিচিতির পাশাপাশি এবার আইকনিক ফ্যাশন গ্যারেজ নিয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। নতুন এফ কমার্স উদ্যোক্তা ও ডিজাইনারদের নিয়ে চালু করতে যাচ্ছে আন্তর্জাতিক প্ল্যাটফরম ‘এম গার্লস’। আইকনিকের উদ্যোক্তা তাসলিমা মলি জানান, ট্রেডিশনাল এবং পাশ্চাত্য পোশাকে নিজেদের গর্জিয়াস লুকে উপস্থাপনার জন্য উজ্জ্বল রঙের পোশাকের নতুন সংগ্রহ প্রতিমাসেই থাকছে আইকনিক ফ্যাশন গ্যারেজে। মূলত পণ্যের ডিজিটাল ইন্টারেক্টিভ উপস্থাপনা, প্রতি মাসেই নতুন পণ্যের ফটোশুট করা হবে। ইতোমধ্যে আইকনিকের ফেসবুক পেজে (fb/ Iconic Fashion Garage) ডিজাইন জমা নেওয়া শুরু হয়েছে।
উল্লেখ্য, আগামী ১ ও ২ অক্টোবর থেকে আইকনিক ফ্যাশন গ্যারেজের যুমনা ফিউচার পার্ক স্টোরে চালু হবে এ আয়োজনের প্রথম কার্যক্রম।
