Logo
Logo
×

ঘরে বাইরে

নজরুল ও সুলতান : বিদ্রোহী ও বোহেমিয়ান

Icon

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বাঙালি জাতির চরিত্রে ও বিকাশের ধারাবাহিকতায় দুটি বৈশিষ্ট্য মিলেমিশে আছে। যার একটি হলো ‘বিদ্রোহ’ আর অন্যটি ‘বোহেমিয়ান স্বভাব’। এ দুটো স্বভাবই প্রবলভাবে দেখা যায় বাংলার দুই বিখ্যাত ব্যক্তিত্ব কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) ও শিল্পী এসএম সুলতানের (১৯২৩-১৯৯৪) জীবন ও কর্মে। বাংলাদেশে প্রথমবারের মতো তাদের একত্র করে এক অসাধারণ উদ্যোগ নিয়েছে ঐতিহ্যবাহী ও সমকালীন শিল্পকেন্দ্র যথাশিল্প। ‘বিদ্রোহী ও বোহেমিয়ান’-এর ভাব ও ভালোবাসাকে ধারণ করে তৈরি হয়েছে নতুন নোটবুক ও টি-শার্ট। বাঙালির শত শত বছরের ঐতিহ্য ও পরম্পরা-বিদ্রোহ আর বোহেমিয়ান স্বভাবের যুথবদ্ধতার অসাধারণ প্রতিনিধি, এ দুজন অসামান্য মানুষকে নিয়ে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যথাশিল্পের আয়োজন ‘নজরুল ও সুলতান : বিদ্রোহী ও বোহেমিয়ান। ইতোমধ্যেই তৈরি হয়েছে এ সিরিজের নোটবুক এবং খুব শিগ্গির নজরুল ও সুলতানকে নিয়ে করা নকশায় টি-শার্টও পাওয়া যাবে যথাশিল্পে।

‘বিদ্রোহী ও বোহেমিয়ান’ সিরিজের বিভিন্ন ডিজাইনের নোটবুক সরাসরি আদাবরে অবস্থিত যথাশিল্প সেন্টারে (বাসা ৭১৬, সড়ক ১০, বাইতুল আমান হাউজিং সোসাইটি) সকাল ১০টা থেকে রাত ৮টার মধ্যে পাওয়া যাচ্ছে। এ ছাড়াও যথাশিল্পের ওয়েবসাইট ও ফেসবুক পেজ থেকে ক্রেতারা অনলাইন অর্ডার করতে পারবেন। ওয়েবসাইট : http://www.jothashilpa.com/

ফেসবুক পেইজ : https://www.facebook.com/jothashilpa/

হাজার বছরের বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে এ অঞ্চলের মানুষের দুটি বিশেষ বৈশিষ্ট্য আমাদের দৃষ্টিগোচর হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম