Logo
Logo
×

ঘরে বাইরে

রেসিপি

রাজমার চার পদ

Icon

মনিরা মোস্তফা মিতা

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

রাজমার চার পদ

রেসিপি দিয়েছেন মনিরা মোস্তফা মিতা আলোকচিত্রী মনির আহমেদ

রাজমা পোলাও

যা লাগবে : পোলাওয়ের চাল ২ কাপ, রাজমা ১ কাপ, ১টি বড় পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা ২ চা চামচ, ১/২ চামচ চা গুঁড়া, ১টি তেজপাতা, আস্ত গরম মসলা ২-৩টি, ১ চা চামচ পোলাও মসলা, ১টি পাতি লেবুর রস, ১/২ চা চামচ আস্ত জিরা, পরিমাণমতো ঘি, স্বাদ অনুসারে লবণ, স্বাদ অনুসারে কাঁচামরিচ, ১/২ চা চামচ কসুরি মেথি, পরিমাণমতো ধনিয়াপাতা কুচি।

যেভাবে করবেন : চাল ধুয়ে তেলে ভেজে রাখতে হবে। হাঁড়িতে পেঁয়াজ কুচি, কসুরি মেথি, গরম মসলা, জিরা ও তেজপাতা ফোড়ন দিতে হবে। তারপর পেঁয়াজ কুচিটাও দিয়ে ভালো করে কষাতে হবে। সামান্য সোনালি রঙের হওয়ার পর আদা রসুন বাটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভালো করে কষাতে হবে। এরপর রাজমা ও চালগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আন্দাজমতো পানি দিয়ে পানি শুকিয়ে এলে ঘি ছড়িয়ে দিয়ে চুলা থেকে নামাতে হবে।

মসলা রাজমা

যা লাগবে : ১ কাপ রাজমা, ১/২ কাপ বেবি পটেটো, ২-৩টি বরবটি সিদ্ধ, ১ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, ১টি পেঁয়াজ কুচি, ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ লালমরিচের গুঁড়া, ১.৫ চা চামচ ধনিয়া-জিরা গুঁড়া, ১/২ চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ জিরা, ১টা তেজপাতা, স্বাদমতো লবণ ও চিনি, প্রয়োজন অনুযায়ী তেল।

যেভাবে করবেন : কড়াইতে তেল গরম করে জিরা তেজপাতা দিয়ে দিন, পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন এবং আদা বাটা ও রসুন কুচি দিয়ে নুন ও হলুদ গুঁড়া মিশিয়ে নিন, ধনিয়া-জিরা গুঁড়া মিশিয়ে নিন এবং লালমরিচের গুঁড়া দিয়ে দিন। আলু, বরবটি রাজমা দিয়ে দিন। ঘন ঝোল হলে চিনি দিয়ে মিশিয়ে নামিয়ে নিন।

ব্রেড ডিস্কে রাজমা

যা লাগবে : পাউরুটি ৯ পিস, মেয়োনিজ ২ টেবিল চামচ, টমেটো কেচাপ ১ কাপ, তেঁতুলের সস পরিমাণ মতো, রাজমা সিদ্ধ ১ কাপ, লবণ আন্দাজমতো, বাটার ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া পছন্দমতো।

যেভাবে করবেন : ৬ পিস পাউরুটি গোল করে কাটতে হবে আর ৩ পিস পাউরুটির মাঝ গোল করে কেটে বাদ দিতে হবে। ৩ ভাগে সেট করতে হবে। ১ ভাগে প্রথমে ২টা পাউরুটির মাঝে বাটার গোলমরিচের গুঁড়া দিয়ে সবার ওপর রাজমা সিদ্ধ, মেয়োনিজসহ সব উপকরণ মিশানো দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

রাজমা সালাদ

যা লাগবে : সিদ্ধ রাজমা ১ কাপ, সিদ্ধ কাবলি চানা ১/২ কাপ, গাজর ক্যাপসিকাম কুচি ১/২ কাপ, চাট মসলা ১/২ চা চামচ।

মেয়োনিজ তৈরির উপকরণ

ডিম ১টি, সয়াবিন তেল ১ কাপ বা আন্দাজমতো, লবণ ১/৪ চা চামচ, চিনি ১/৪ চা চামচ, ভিনেগার /লেবুর রস ২ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ।

যেভাবে করবেন : মেয়োনিজ তৈরির সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করতে হবে। ঘন মেয়ো হয়ে গেলে বাটিতে নিতে হবে। এবার রাজমা চানা গাজর ক্যাপসিকাম চাটমসলা একসঙ্গে মেখে মেয়োনিজ মিশিয়ে পরিবেশন করতে হবে।

খাবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম