Logo
Logo
×

ঘরে বাইরে

আয়োজন

Icon

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

অঞ্জন’স

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে দিনটিকে বিশেষভাবে উদযাপন করতে বাংলাদেশের পতাকার রং লাল ও সবুজ রঙের পোশাকের বিশেষ আয়োজন করেছে অঞ্জন’স। পাঞ্জাবি, শাড়ি, সালোয়ার কামিজ, শার্ট, টি-শার্ট ও ফতুয়া থাকছে এ আয়োজনে। এ ছাড়া থাকছে ব্যান্ডানা, মাস্ক, মগ ও উত্তরীয়। শিশু-কিশোরসহ সব বয়সির জন্য বিভিন্ন ডিজাইনের পোশাক পাওয়া যাবে এ আয়োজনে। ভিজিট করুন ফেসবুক facebook.anjans.bd

কে-ক্র্যাফট

এবারের আয়োজনে ক্যালিগ্রাফি, পতাকা, মানচিত্র ছাড়াও ব্যবহার হয়েছে জামদানি মোটিফের। সময়, আবহাওয়া ও পরিবেশের কথা মাথায় রেখে সুতি, সিল্ক, লিনেন, জর্জেট ও তাতের মতো আরামদায়ক কাপড় বেছে নেওয়া হয়েছে। রং হিসাবে ব্যবহৃত হয়েছে ফরেস্ট গ্রিন, পেইল গ্রিন, চিলি গ্রিন, ভিভিড গ্রিন ও রেড। নিজস্ব উইভিং ডিজাইনে শাড়ি, টিউনিক, কুর্তি, টপস, শাল, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট এবং শিশুদের জন্য নানা পোশাকের সমৃদ্ধ আয়োজন। এ ছাড়া বরাবরের মতোই থাকছে যুগল ও পরিবারের সব সদস্যের জন্য উপযোগী পোশাক। অনলাইন kc kaykraft.com।

কিউরিয়াসে প্রদর্শনী

কাঁথা ফোঁড়ের ঐকতান আর উপকরণের অলংকৃত সুরিয়েরিজম নিয়ে কিউরিয়াসে শুরু হয়েছে ‘উইন্টার এক্সিভিশন’। ৩০ নভেম্বর মঙ্গলবার রাজধানীর বনানীতে তাদের ফ্যাগশিপ আউটলেটে শুরু হয় এ প্রদর্শনী। প্রথমেই শীত পোশাকের আয়োজন। দেশীয় ধাঁচে তৈরি হয়েছে প্রতিটি পোশাক। এরপরই একটি কর্নারে রাখা হয়েছে তুলা, লেপ ও ধুনকো। এটি দেখাতে গিয়েই চন্দ্র শেখর সাহা বলেন, ‘আমরা এখন কোরিয়ান কম্বল গায়ে জড়িয়ে আরামে একটা ঘুম দিই। এটা সময়ের চাহিদা। লেপের জায়গা বদলে নিয়েছে কম্বল। এমন ছোটখাটো অনেক বিষয় উপস্থাপন হয়েছে প্রদর্শনীতে। ভিন্ন ধরনের এ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, ডেকো লিগ্যাসির চেয়ারম্যান এম সাহাদাত হোসেন কিরণ, পরিচালক মৌ হোসেন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মিনহাজ হোসেন। মিট দ্য প্রেস পর্বটি সঞ্চালনা করেন এ প্রদর্শনীর কিউরেটর, ডিজাইনার চন্দ্র শেখর সাহা।

পথশিশুদের মাঝে খাবার বিতরণ

সম্প্রতি ব্রাদার্স ফার্নিচার লিমিটেড ও ঢাকা লেডিস ক্লাবের যৌথ উদ্যোগে তিনশতাধিক পথশিশুর জন্য দুপুরের খাবার বিতরণ করা হয়। সবার মুখে হাসি ছড়িয়ে দেওয়া উপপাদ্যকে ধারণ করে ওই আয়োজন করা হয়। যা ছিল খুব আনন্দদায়ক। ব্রাদার্স ফার্নিচারের পরিচালক শরীফুজ্জামান সরকার অনুষ্ঠানে উপস্থিত হয়ে পথশিশুদের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্রাদার্স ফার্নিচারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মোহাম্মদ মনিরুল ইসলাম বখশীসহ অন্য কর্মকর্তারা।

নতুন শোরুম উদ্বোধন

দেশের প্রান্তিক পর্যায়ে গ্রাহকদের অধিক উন্নত এবং দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে সম্প্রতি এসিআই মোটরস্ ময়মনসিংহ শহরে দীঘারকান্দা বাইপাস রোডে তাদের নিজস্ব শোরুমের কার্যক্রম শুরু করেছে। শোরুমে ট্রাক্টরসহ সব কৃষি যন্ত্রপাতি, ইয়ানমার হারভেস্টার এবং এসিআই মোটরস্রে অন্যান্য পণ্য পাওয়া যাবে। এ ছাড়া গ্রাহকরা তাদের কাঙ্ক্ষিত সার্ভিস ও স্পেয়ার পার্টসের সুবিধা পাবেন এ শোরুম থেকে। শোরুম উদ্বোধন উপলক্ষ্যে একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মোটরস্রে নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, এসিআই মোটরস্রে ঊর্ধ্বতন কর্মকর্তারা, ডিলার, গ্রাহকসহ অন্যান্য শুভানুধ্যায়ী।

শীতে সারা

শীত আয়োজনে সারা এবার নিয়ে এসেছে ম্যানজ এন্ড ওমেন্স বোম্বার জ্যাকেট, উইন্ড ব্রেকার, ব্লেজার, ফুল স্লিভস টি-শার্ট, ডেনিম জ্যাকেট, শাল, টপস এন্ড কুর্তি, ম্যানজ এন্ড ওমেন্স কুইল্টেড ভেস্ট, ম্যানজ এন্ড ওমেন্স পাফার জ্যাকেট, বিভিন্ন রকমের হুডি, ম্যানজ ক্যাজুয়াল ব্লেজার, ফ্ল্যানেল শার্টস, ফ্ল্যানেল স্কার্ফ, কিডস পাফার জ্যাকেট এবং কিডস হুডিজ। আরও থাকছে শার্ট, এথনিক টপস, এক্সক্লুসিভ পার্টি টপস, নিট টি শার্ট, লেগিংস, ডেনিম, লন, পালাজো ফর লেডিস এন্ড গার্লস, জিন্স ফর ম্যানজ এন্ড বয়েজ, পোলো টি শার্ট ও পাঞ্জাবি।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম