প্রকৃতি
বাহারি রঙের টিউলিপ ফুল
ঘরেবাইরে ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ধীরে ধীরে প্রকৃতি থেকে বিদায় নিচ্ছে শীত। ফাল্গুনের আগমনে ধরণি সেজে উঠছে সবুজ পাতায় আর নানা রঙের ফুলের মেলায়। রুক্ষ প্রকৃতি ফিরে পাচ্ছে তার আগের প্রাণ। ফাল্গুন মানেই তাই রঙের ছড়াছড়ি। নানা রঙের বাহারি ফুলের পসরা যেন ফাল্গুন এলেই ধরা দেয় প্রকৃতিতে। আর এসব ফুলের মাঝে খুব সহজেই আলাদাভাবে নজর কারে কিছু ফুল। এর মধ্যে টিউলিপ অন্যতম। টিউলিপ মূলত বসন্তকালীন ফুল, পাতা নীলাভ সবুজ রঙের। এর জন্ম মুকুল থেকে। ধারণা করা হয় বিদেশি এ ফুলটি জন্ম মূলত নেদারল্যান্ডসে। ষোড়শ শতাব্দী থেকে টিউলিপ ফুলের চাষ করছেন কৃষকরা। অটোমান সাম্রাজ্যের সময় থেকেই এ ফুলের পরিচিতি রয়েছে। অন্যদিকে লাভজনক এ ফুলটি প্রায় ১৫০ প্রজাতির হয়ে থাকে। এর রঙেও রয়েছে বৈচিত্র্য। লাল, কমলা, হলুদ, সাদা, গোলাপিসহ নানা রঙের টিউলিপ চোখে পড়ে, তবে খাঁটি নীল আভার টিউলিপ দেখা যায় না। অন্যদিকে নেদারল্যান্ডসের পাশাপাশি মধ্যপ্রাচ্য, ইরান, আফগানিস্তান এবং চীনে প্রাকৃতিকভাবে টিউলিপ ফুল ফুটতে দেখা যায়। এ ফুলের গাছটি প্রায় এক বছরের মতো বাঁচে। আর গাছে থাকা অবস্থায় ফুল সাধারণত দুই মাস সময় পর্যন্ত অবস্থান করে থাকে। ভিন্ন ভিন্ন দেশে টিউলিপ ফুল ভিন্ন ভিন্ন নামেও পরিচিত। বাহারি রঙের টিউলিপ ফুল ইরান ও তুরস্কের ফার্সি ভাষায় লালে নামেও পরিচিত। সারি সারি মাঠ ভরা টিউলিপ গাছে ফুটন্ত টিউলিপের সাম্রাজ্য রঙের এর বাহারি দুনিয়া সৃষ্টি করে থাকে। চোখজুড়ে কেবল রঙের মেলাই ধরা দেয়। এ রঙের ওপর নির্ভর করে ফুলকে ভিন্ন ভিন্নভাবে সাজানোও হয় কিছু ক্ষেত্রে। পারস্যে লাল টিউলিপ ফুলকে ভালোবাসার প্রতীক, হলুদ টিউলিপ আনন্দ এবং বন্ধুত্বের, সাদা টিউলিপ শান্তির প্রতীক, বেগুনি টিউলিপ আভিজাত্যের এবং কালো টিউলিপ রহস্যের প্রতীক হিসাবেও অনেক জায়গায় ধারণা করা হয়। দেখতে সুন্দর এ ফুলটি একসঙ্গে যেমন নজরকারা তেমনি বর্তমানে কর্মসংস্থানের ক্ষেত্রেও ভূমিকা পালন করছে। বাংলাদেশেও এ ফুলের চাষ দিন দিন বাড়ছে। বাণিজ্যিকভাবে লাভবান এ ফুল যেমন ফুলের তোড়াতে স্নিগ্ধতা বাড়ায় তেমনি আয়ের এক অন্যতম উৎস হিসাবেও পরিচিতি লাভ করছে। তাই উপহারের ডালায় যেমন সাজিয়ে নিতে পারেন টিউলিপের বাহারি রং তেমনি আবার প্রেয়সীর খোঁপাতেও রঙের আভা ছড়াতে বেছে নিতে পারেন পছন্দের রঙের টিউলিপ ফুল।
