Logo
Logo
×

ঘরে বাইরে

লিপিকলা ক্যাম্পেইন

Icon

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে ক্রেয়ন ম্যাগ বাংলা লিপিচিত্র প্রদর্শনী, নতুন লেখকদের অংশগ্রহণে ওয়েবিনার, দেয়ালচিত্র অঙ্কন এবং বাংলা ভাষার লিপিকলাসংক্রান্ত একটি বই ও ব্রোসিয়ার প্রকাশনার পরিকল্পনা করেছে।

ক্রেয়ন ম্যাগের প্রতিষ্ঠাতা তানজিরাল দিলশাদ দিতান বলেন, ‘বাংলা ভাষার লিপিকলাকে কেন্দ্র করে এই প্রথম বাংলাদেশে একটি সর্বাত্মক ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে’। বাংলা ভাষার লিপিমালাকে লিপিচিত্রের আকারে সবার সামনে উপস্থাপন করার লক্ষ্যে ৪ মার্চ পর্যন্ত রাজধানীর ইএমকে সেন্টারের গ্যালারিতে প্রথম আন্তর্জাতিক বাংলা লিপিকলা প্রদর্শনীর আয়োজন করেছে। ঐতিহ্যবাহী জ্যামিতিক চিত্রগোলকের নামানুসারে ‘মণ্ডল’ শিরোনামের এই প্রদর্শনীর শিল্পবিধায়কের ভূমিকায় আছেন শিহাব রাহমানিয়া। এতে বিভিন্ন শিল্পীর নিপুণ হাতে করা বাংলা টাইপোগ্রাফি, ক্যালিগ্রাফি ও লেটারিং ধরনের লিপিচিত্র প্রদর্শিত হচ্ছে। এ ভার্চুয়াল প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে আছেন গোঁসাই পাহলভি, ফাওয়াজ রব, মো. মুজিবুল হক, সিপাহি রেজা, অনির্বাণ দাস, নিয়াজ উদ্দিন আহমেদ, মাসুমা বিন্তে পায়েল, সামিউল ইসলাম, আবু আরসেদ লিমন প্রমুখ। নানা রূপে ও রঙে চিত্রকর্ম হিসাবে বাংলা লিপিকলা প্রদর্শনী এই প্রথম এ দেশে।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম