Logo
Logo
×

ঘরে বাইরে

স্টেপ’র স্পোর্টস জুতা

Icon

প্রকাশ: ০৬ জুন ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

স্টেপ ফুটওয়্যার প্রথমবারের মতো বাংলাদেশে বিশ্বমানের আন্টা ব্র্যান্ডের স্পোর্টস জুতা বাজারে নিয়ে এসেছে। আন্টা রানিং সু, ট্রেনিং সু, বাস্কেটবল খেলার জুতা, স্লিপার ও স্যান্ডেলসহ বিভিন্ন ধরনের জুতা প্রস্তুত করে থাকে। ফ্যাশন বৈচিত্র্যের কারণে জুতাগুলো অনেক বেশি দৃষ্টিনন্দন হওয়ায় যা সবার পচ্ছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। ছেলে, মেয়ে ও ছোটদের জন্য জুতা প্রস্তুত করে থাকে। স্টেপ সবসময়ই ভিন্নধর্মী ফ্যাশনের জুতা বাজারে আনে। এর ধারাবাহিকতায় আন্টার পণ্য দেশে জুতার বাজারে আনার অন্যতম একটি প্রচেষ্টা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম