|
ফলো করুন |
|
|---|---|
শীতের হাওয়ার উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে ত্বকে। একবেলা রোদ দেখা দিলেও বিকাল গড়াতেই শীত শীত ভাব টের পাওয়া যায়। শীতের এ আগাম মুহূর্তে তুলে রাখা গরম কাপড়গুলো রাখতে হবে হাতের কাছেই। কাজেই কোথায় কোথায় আছে শীতের কাপড় খুঁজতে হবে এখনই। লম্বা সময় পর্যন্ত আলমারিতে রাখা হয়েছে বিধায় পরিষ্কার করে নিতে হবে কাপড় বুঝে। শীতের কাপড়ের যেহেতু ভিন্নতা আছে তাই কাপড়ের ধরন বুঝে যত্ন নিতে হবে ভিন্ন ভিন্নভাবে। শীত এলেই সবার আগে মনে পড়ে চাদর, শাল, সোয়েটার, মোজা, মাফলার, টুপি, ট্রাউজারের কথা। তাই উষ্ণতা ছড়ানো এ কাপড়গুলোর শীতের আগেই প্রয়োজন একটুখানি যত্নআত্তির।
চাদর, শাল : চাদর বা শালজাতীয় পোশাকগুলো সব সময় ঠান্ডা পানিতে পরিষ্কার করতে হবে। তবে কাপড় ভেজাতে হবে হালকা কুসুম গরম শ্যাম্পু মেশানো পানিতে। কিছু সময় রেখে এরপর ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিতে হবে। এতে সুন্দর ঘ্রাণ যেমন ধরা দেবে নাকে তেমনি শীতের এ পোশকগুলো গায়ে জড়িয়ে নেওয়া যাবে আরামে।
সোয়েটার : ভারী কাপড়ের সোয়েটার বারবার পরিষ্কার করা কষ্টসাধ্য, তাই আলমারিতে তুলে রাখা সোয়েটার পরার আগে ভালো করে রোদে দিয়ে নিতে পারেন। যদি পানিতে ধুয়ে নিতে চান তবে ঘষাঘষির ক্ষেত্রে সাবধান। এতে উলের সুতা উঠে উলটো আরও বাজে লাগবে দেখতে। হালকা হাতে পরিষ্কার করে ঠান্ডা পানিতে ধুয়ে এ সময়ের কড়া রোদে শুকিয়ে নিতে পারেন।
টুপি, মোজা, মাফলার : ছোটখাটো এ নিত্যপ্রয়োজনীয় অনুষঙ্গগুলো খুঁজে পাওয়া মুশকিল সঠিক সময়ে। তাই আগে আগে খুঁজে রাখুন একটি নির্দিষ্ট স্থানে। এ ছোটখাটো ব্যবহারের জিনিসগুলো পরার আগে পরিষ্কার করে নেওয়াই ভালো। এ ক্ষেত্রে ডিটারজেন্ট পাউডার দিয়ে কিছু সময় ডুবিয়ে ধুয়ে নিন। কড়া রোদে শুকিয়ে নিন আর শীতকে উপভোগ করুন গরম কাপড়ের যত্নে।
