|
ফলো করুন |
|
|---|---|
শীত ঋতু জুড়েই ফ্যাশনে থাকে ভিন্নতা। ক্যাজুয়াল কিংবা ফরমাল সব জায়গাতেই আপনি বেছে নিতে পারেন কিঞ্চিত পরিবর্তনের ছোঁয়া। তবে আউটফিটের এ তালিকায় সব সময়ের পছন্দের তালিকাতে থাকে বেশ কিছু পোশাক। আর এ তালিকায় ছেলেদের শীতের ফ্যাশনের অন্যতম আকর্ষণ ফুল হাতার শার্ট। যেহেতু শীত তাই হাফ হাতার শার্ট থেকে ফুল হাতার শার্ট এ সময়ে সবচেয়ে বেশি আরামদায়ক। বিশেষ করে শীতের শুরুর দিকের এ সময়ে বিকাল হলেই হিমেল বাতাস জানান দেয় শীত আসছে। তাই খুব গরম কাপড় যেমন এখন অস্বস্তির কারণ আবার খুব পাতলা কাপড়েও শীতের অনুভূতি থাকে বাইরে এলেই। তাই এ সময়ের জন্য ছেলেদের আউটফিটে সবচেয়ে বেশি নজরকারে ফুল হাতার শার্ট। এ শার্টের মাঝেও আছে এই ঋতুকে ঘিরে ফ্যাশনের ছোঁয়া। রঙের ক্ষেত্রে আছে ভিন্নতা আছে কাটিংয়ের বেলাতেও। এক কালারের ফুল হাতার শার্টের ক্ষেত্রে কালো, নীল, কমলা, সবুজ, খয়েরি এ ধরনের গাঢ় রং প্রাধান্য পায় সবচেয়ে বেশি। এ ছাড়া আছে স্ট্রাইপ আর ছোট ছোট চেকের মেলা। কাপড়ের ক্ষেত্রেও আছে সুতি থেকে শুরু করে ফাইন কটন, লিনেন, অক্সফোর্ড ফেবিক্স, পপলিন, টুইল থেকে শুরু করে ফ্লানেল কাপড়ের শার্ট। এ শার্টের কাপড়ের মাঝে যেমন আছে ভিন্নতা তেমনি ডিজাইন আর কাটিংয়ের ওপর নির্ভর করেও আছে নানা নাম আর ধরন। এ ক্ষেত্রে ফ্লানেল শার্ট, ডেনিম শার্ট, সেম্ব্রে শার্ট থেকে শুরু করে ক্লাসিক শার্ট কিংবা ড্রেস শার্ট অন্যতম। এসব শার্ট আপনি রেডিমেট যেমন পাবেন ভিন্ন ভিন্ন সাইজে তেমনি আবার আলাদা কাপড় পছন্দ অনুযায়ী বেছে নিয়েও মাপ দিয়ে দর্জির হাতে বানিয়ে নিতে পারেন এ হাল ফ্যাশনের ফুল হাতার শার্ট। আর এ শার্টগুলো কেবল ক্যাজুয়াল কিংবা ফরমাল আউটফিট হিসাবেই না যে কোনো অনুষ্ঠান কিংবা ইন্টারভিউ থেকে শুরু করে বাসায় পরতে অথবা ঘুরতে যেতে আউটফিট কালেকশনে রাখার জন্য শীত সিজনের সবচেয়ে উপযুক্ত পোশাক।
