গৌরীপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মো. রইছ উদ্দিন
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ১৫ ফেব্রুয়ারি দৈনিক যুগান্তরের জন্মদিন ও বিশ্ব মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে। এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। উপজেলার ৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪২৯ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেন।
বিচারক হিসেবে ছিলেন চারুকারু নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী এমএ মাসুদের নেতৃত্বে সহকারী শিক্ষক শামীমা খানম মীনা, গৌরীপুর মহিলা ডিগ্রি (অনার্স) কলেজের প্রভাষক মো. সেলিম, গৌরীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার, নরেন্দ্রকান্ড উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলম, উপজেলা স্বজন সমাবেশের যুগ্ম সম্পাদক মো. মজিবুর রহমান ও গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন ।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। বিজয়ীরা হলেন পর্যায়ক্রমে প্লে-নার্সারি গ্রুপে যৌথভাবে চাইল্ড ফেয়ার কিন্ডার গার্টেনের হোমায়রা তাসনিম আসফী, আহনাফ রশিদ তনয়, তাহমিন ইসলাম আদিব, জাইয়ান মুনতাসিফ, শ্যামাশ্রী ঘোষ (বৃন্দা), প্রথম শ্রেণির গ্রুপে দি চাইল্ড ব্লোজম কিন্ডার গার্টেনের মারইয়াম বিনতে মালেক নিসা, তাহসিন খান শীর্ষ, কাশফিয়া জাহান তৃপ্তি, নাফিস, রিফাহ তাসনিয়া তরী, দেবজীত দেবনাথ অর্থ ও নাবিল।
দ্বিতীয় শ্রেণির গ্রুপে বিজয়ী গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জুলিয়ন সরকার পুনম, যারিন সুবাহ রাইসা, অরিত্র সরকার, সাবিহা জাহিদ, সিদরাতুল মুনতাহা, অংকিতা দেবনাথ, তাফান্নুর মোতারিজ হিয়া, গোলাম শাহরিয়ার ইফতি, মরিয়ম আফরিন মীম, রিজবান রিসাদ লামিম, মো. জাহিদ হাসান, গোবিন্দ পাল অভি ও শারিকা প্রজ্ঞা।
চতুর্থ শ্রেণিতে যৌথভাবে বিজয়ী দি চাইল্ড ফেয়ার কিন্ডার গার্টেন স্কুলের আনিকা তাবাসসুম সেজুঁতি, সামিয়া আক্তার জুই, ফারাহ মাহমুদ মেধা, ইসরাত জাহান মিতু, মো. মাহির ফয়সাল যায়িদ, মোছা. কাকলি আক্তার সামিয়া, পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জয় চন্দ্র দে, জাসিয়া জান্নাত প্রিথিলা, নিপুন আক্তার পলি, পঞ্চম শ্রেণির গ্রুপে যৌথভাবে বিজয়ী দি চাইল্ড ফেয়ার কিন্ডার গার্টেন স্কুলের আরাফাত ইসলাম সৌরভ, হোমায়রা তাবাসসুম আরাবী, সরযূবালা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খাদিজাতুল সাদিয়া, জাগরণী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনিন্দ্য সরকার স্বপ্ন, পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যারিন সোবাহ পৌষী, মাহবুবা রহমান মুক্তি, কাজী ইকরা হক তোয়া, মো. আতিফ ফয়সাল সানি, জাগরণী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শুভজিৎ দেবনাথ তীর্থ, পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাজরিয়ান সুলতানা।
ষষ্ঠ শ্রেণিতে যৌথ বিজয়ী পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের নুসরাত জাহান মিথিলা, জিন্নাতুন নূর ইফা, নুসরাত জাহান মীম, প্রত্যাশা দাস, আরকে সরকারি উচ্চবিদ্যালয়ের পুলক সরকার টুটুল, পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের নুসরাত আলম ইভা, রুপমা সরকার প্রমি, আমাতুর রহমান মাইমুনা, মেহেবুন্নেছা তন্নী, রামগোপালপুর পিজেকে উচ্চবিদ্যালয়ের মোছা. ঝুমা আক্তার কনা।
