বঙ্গবন্ধু স্বাধীনতা
বঙ্গবন্ধু, তুমি ছিলে তাই
ফাতেমা হক
প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাঙালির চিরস্থায়ী ঠিকানা তুমি বঙ্গবন্ধু,
তুমি ছিলে তাই বাঙালির
পরিচয় আজ সুউচ্চ মেঘের মিনার,
পৃথিবী তাকিয়ে থাকে মহাবিস্ময়ে।
পদ্মা মেঘনা মধুমতি যমুনার স্রোতে
চর্যাপদের জ্বলজ্বলে অক্ষরগুলো
আজও কথা বলে,
তুমি ছিলে তাই আমাদের উন্নত শির।
আমাদের উত্তরাধিকার
ভাটিয়ালি সুর, বাউল ভাওয়াইয়া আর
জারি, সারি, বহু পালাগান-
বাঙালির ঘরে ঘরে জুড়ায় পরান।
তুমি ছিলে তাই এত কিছু পাই
তুমি ছিলে তাই সবুজের এত সমারোহ,
মুক্তির এই জয়গান।
পতাকার বুকে আঁকা
রক্তিম সূর্যটা চির অম্লান।
তুমি ছিলে তাই বাঙালির পরিচয়ে
ধন্য আজ আমি।
অনবদ্য কথা বলি, গান গাই,
কাঁদি হাসি মায়ের ভাষায়।
বঙ্গবন্ধু, হে মহান জনক আমার,
তোমাতেই ফিরে আসি আমি বারবার।
ঢাকা
