|
ফলো করুন |
|
|---|---|
কে শোনেনি শতবর্ষে শেখ মুজিবের নাম
যাঁর জন্মে ধন্য বাঙালি, টুঙ্গিপাড়া গ্রাম-
ভাষণে যাঁর বিশ্ব কাঁপে
দুঃশাসনের ভিতগুলো হয় তরাসে নড়বড়
বজ্রকণ্ঠে গর্জে ওঠেন
এবারের সংগ্রাম
আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম
স্বাধীনতার সংগ্রাম।
অকুতোভয় শেখ মুজিবের বচন ছিল গুলি
কথা বলেন তিতা মিঠা তর্জনিটা তুলি
বক্ষ পেতে শত্রু মুখে
বাংলাভাষা পাওয়ার সুখে
ঘোষণা তার রুদ্র রোষে
রক্ত যখন দিয়েছি,
রক্ত আরও দেব,
এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব; ইনশাআল্লাহ।
লাল সবুজের রক্ত ঋণে
স্বাধীনতার নিশান ওড়ে
শেখ মুজিবের দেশে
সোনার বাংলাদেশে।
বিশ্বে এখন সবাই চেনে
ভাইয়ের খুনে, মায়ের খুনে
চির সবুজ একটি দেশ
শেখ মুজিবের বাংলাদেশ।
চট্টগ্রাম
