Logo
Logo
×

স্বজন সমাবেশ

সংগঠন সংবাদ

গৌরীপুরে নিরাপত্তাকর্মীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ

Icon

মো. রইছ উদ্দিন

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ডৌহাখলার কৃতীসন্তান পান্ডা সু’র বিক্রয় ব্যবস্থাপক শাহীন মাহমুদের সহযোগিতায় সম্প্রতি পৌর কমিউনিটি পুলিশিংয়ের নিরাপত্তাকর্মীদের জুতা, রেইনকোট ও উপহারসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতেই দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভুটিয়ারকোনা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ বলেন, ‘সংস্কৃতি-সমাজসেবা, দুর্যোগ মোকাবিলা ও দুর্ভোগ থেকে মানুষের মুক্তির দূত হিসাবে কাজ করছেন স্বজনরা। রক্তের জন্য মৃত্যুপথযাত্রীদের বিনামূল্যে রক্তের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। নিপীড়িত-নির্যাতিত মানুষের সহায় স্বজন সমাবেশ।’

তিনি আরও বলেন, ‘অন্যায়ের ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন জনতার কাগজে পরিণত হয়েছে দৈনিক যুগান্তর। জনপ্রিয়তার শীর্ষে থাকা এ পত্রিকাটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, কেননা পত্রিকাটির যার হাত ধরে জন্ম হয়েছে, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। যিনি শুধু সংবাদপত্র জগতে নয়; শিল্পোন্নয়নের মাধ্যমে লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে গেছেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। ভার্চুয়ালি ভিডিওতে সংযুক্ত হন গৌরীপুর উপজেলার ডৌহাখলার কৃতীসন্তান ও পান্ডা সু’র বিক্রয় ব্যবস্থাপক শাহীন মাহমুদ। তিনি বলেন, ‘আমি একজন স্বজন। স্বজনদের উদ্যোগের সঙ্গে সহযোগিতা করতে পেরে ভালো লাগছে।’

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম খান মিন্টু, হোমিও চিকিৎসক অনকেশ পণ্ডিত, ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক মো. ইয়াহিয়া, গৌরীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন কুমার সরকার, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মো. ফারুকুল ইসলাম, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মো. আজহারুল ইসলাম, স্বজন তাসাদদুল করিম, শামীম আনোয়ার, মো. হারুন মিয়া, সোহেল রানা প্রমুখ।

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম