স্বজনদের মহাসমাবেশ বিষয়ক প্রস্তুতি সভা
ইমন চৌধুরী
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
অগ্রহায়ণের পড়ন্ত বিকেল। শীতের আগমনী বার্তায় প্রকৃতির উত্তাপ খানিকটা ম্রিয়মাণ। হেমন্তের কোমল লাবণ্য যেন ঝুলে আছে সুনীল আকাশে, রোদ্দুরে। প্রকৃতির এমন পরিবেশে ২৪ নভেম্বর বিকাল ৪টায় যুগান্তর কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়ে গেল স্বজনদের মহাসমাবেশ-বিষয়ক এক প্রস্তুতি সভা। সভায় অংশ নেন ঢাকার বাড্ডা শাখার সভাপতি এনএইচকে মিঠু, শ্যামলী শাখার সভাপতি আলমগীর লিটন, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর ডালিম, সোনারগাঁ শাখার সভাপতি দেওয়ান শামছুর রহমান ও গাজীপুর টঙ্গী শাখার সভাপতি অলিদুর রহমান অলি।
প্রস্তুতি সভা ও আড্ডায় মহাসমাবেশ নিয়ে স্বজনরা তাদের বিভিন্ন পরিকল্পনার কথা জানান। পাশাপাশি সারা দেশের স্বজন সমাবেশের বিভিন্ন শাখাকে আরও বেশি সক্রিয় করে তুলতে বিভিন্ন মতামত তুলে ধরেন অভিজ্ঞ এ স্বজনরা।
একই সঙ্গে একটি কেন্দ্রীয় কমিটি করারও পরামর্শ দেন তারা। নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর ডালিম বলেন, ‘কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে সারা দেশে স্বজন সমাবেশের বিভাগীয় সম্পাদকের নেতৃত্বে সফরের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে আরও বেশি বেগবান করতে হবে।’
গাজীপুর টঙ্গী শাখার সভাপতি অলিদুর রহমান অলি বলেন, ‘প্রবীণ এবং নবীনের সমন্বয় করে একটি কেন্দ্রীয় কমিটি করা যেতে পারে। এতে প্রবীণদের অভিজ্ঞতা এবং নবীনদের কর্মচাঞ্চল্য মিলে সংগঠন আরও বেশি এগিয়ে যাবে। পাশাপাশি কেন্দ্রীয় কমিটি মহাসমাবেশ সফল করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।’
নারায়ণগঞ্জের সোনারগাঁ শাখার সভাপতি দেওয়ান শামছুর রহমান মহাসমাবেশ সফল করতে বিভিন্ন কর্মসূচির কথা জানান। বাড্ডা শাখার সভাপতি এনএইচকে মিঠু এবং শ্যামলী শাখার সভাপতি আলমগীর লিটনও তাদের পরিকল্পনার কথা তুলে ধরেন।
সভায় মহাসমাবেশের অনুষ্ঠান কর্মসূচিও নির্ধারণ করেন অভিজ্ঞ এ স্বজনরা। কর্মসূচির মধ্যে রয়েছে-শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত। এরপর জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন, স্বজনদের অনুভূতি প্রকাশ, সম্মানিত অতিথিদের বক্তব্য পর্ব, মহাসমাবেশে উপস্থিত স্বজনদের ক্রেস্ট প্রদানের পাশাপাশি সেরা সংগঠক ও সেরা সংগঠনকে পুরস্কার প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সবশেষে স্বজনদের পক্ষ থেকে সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা। প্রস্তুতি সভায় ৮ ডিসেম্বর শুক্রবার স্বজন সমাবেশের উদ্যোগে যুগান্তর কার্যালয়ে একটি সাহিত্য আড্ডা আয়োজনেরও সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তুতি সভা সঞ্চালনা করেন স্বজন সমাবেশের বিভাগীয় সম্পাদক ইমন চৌধুরী।
