Logo
Logo
×

সুস্থ থাকুন

অটিজম

Icon

ডা. গোপেন কুমার কুণ্ডু

প্রকাশ: ০৫ এপ্রিল ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার শিশুদের স্নায়ুবিকাশজনিত সমস্যা যেখানে, শিশুর সামাজিক সম্পর্ক স্থাপনে অসুবিধা, আশপাশের পরিবেশ ও ব্যক্তির সঙ্গে মৌখিক ও ইশারা, ইঙ্গিতের মাধ্যমে যোগাযোগের সমস্যা এবং আচরণের পরিবর্তন দেখা যায়।

অটিজম কাদের হয়

শিশুর বয়স সাধারণত ৩ বছর হওয়ার আগেই (অধিকাংশ ক্ষেত্রে ১৮ মাস থেকে ৩৮ মাস বয়সের মধ্যেই) অটিজমের লক্ষণগুলো প্রকাশ পায়। ধর্ম-বর্ণ-আর্থসামাজিক অবস্থান নির্বিশেষে যে কোনো শিশুর মধ্যে অটিজমের লক্ষণ দেখা দিতে পারে। মেয়ে শিশুদের তুলনায় ছেলে শিশুদের আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় চার গুণ বেশি।

অটিজমের সাধারণ লক্ষণ

শিশুর ভাষা শিখতে সমস্যা, দুই বছর বয়সের মধ্যে অর্থপূর্ণ দুটি শব্দ দিয়ে কথা বলতে না পারা, শিশু যদি চোখে চোখ না রাখে, নাম ধরে ডাকলে সাড়া না দেয়, অন্যের সঙ্গে মিশতে সমস্যা হয় এবং আদর নিতে বা দিতে সমস্যা হয়, পরিবেশ অনুযায়ী মুখভঙ্গি পরিবর্তন না করা

রেড ফ্ল্যাগ : অটিজম নিরূপণের বিশেষ লক্ষণ

* ৬ মাস বয়সের মধ্যে শিশু যদি পরিপূর্ণ হাসি না হাসে

* ৯ মাস বয়সের মধ্যে হাসির উত্তরে হাসি বা ভাব প্রকাশ না করা

* ১২ মাস বয়সের মধ্যে আধো আধো বোল না বলা, পছন্দের বস্তুর দিকে ইশারা না করা

* ১৬ মাসের মধ্যে কোনো একটি শব্দ বলতে না পারা

* ২৪ মাস বয়সের মধ্যে দুই বা ততোধিক শব্দ দিয়ে মনের ভাব প্রকাশ করতে না পারা

* ভাষার ব্যবহার রপ্ত করতে পারার পর আবার ভুলে যাওয়া

* বয়স উপযোগী সামাজিক আচরণ করতে না পারা

অটিজম : কোথায় সহায়তা পাবেন

* ইপনা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা

* জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট, শেরে বাংলা নগর, ঢাকা

* ঢাকা শিশু হাসপাতাল, ‘শিশু বিকাশ কেন্দ্র’, ঢাকা

* মেডিকেল কলেজ হাসপাতাল এর শিশু বিকাশ কেন্দ্র/ শিশুরোগ বিভাগ/ মনোরোগবিদ্যা বিভাগ

* সরকার অনুমোদিত বিভিন্ন বেসরকারি সংস্থা ও বিশেষায়িত স্কুল

* প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন

লেখক : সহযোগী অধ্যাপক, ইপনা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও উপ-পরিচালক, অটিজম সেল, স্বাপকম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম