Logo
Logo
×

সুস্থ থাকুন

শিশুর লিঙ্গ যদি ক্ষুদ্রাকৃতির হয়

Icon

অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

মেডিক্যাল পরিভাষায় বলা হয় ‘মাইক্রোপেনিস’। ডাক্তারি পরীক্ষায় লিঙ্গ-ই, তবে এতো ছোট যে অণ্ডকোষ না থাকলে- তা কন্যা শিশুর ক্লাইটোরিস (ভগাঙ্গুর) বলে ভ্রম হতে পারে।

লিঙ্গ এটা নিশ্চিত হওয়ার পর, তার দৈর্ঘ্য যদি দৈর্ঘ্য রেখার ২.৫ এসডির নিচে অবস্থান নেয়, তবে তা ক্ষুদ্রাকৃতির লিঙ্গ বলে বিবেচিত হয়। এক্ষেত্রে এ দৈর্ঘ্য নির্ণয় ও তা চার্টে ফেলে খতিয়ে দেখাটা বেশ দক্ষতার বিষয়।

লিঙ্গ দৈর্ঘ্য মাপার সময় লিঙ্গ সোজাভাবে টান রেখে গোড়া থেকে লিঙ্গমুখ পর্যন্ত স্কেলে মাপা হয়। গর্ভকাল পাওয়া নবজাতকে লিঙ্গের দৈর্ঘ্য ৩.৫ x ০.৭ সে. মি. এবং তার বেড় ১.১ x ০.২ সে. মি.। সাধারণভাবে যদি দৈর্ঘ্য ১.৯ সে.মি. এর কম হয়, তবে তা ক্ষুদ্রাকৃতির লিঙ্গ বলে ধরে নেয়া হয়। শিশুর ক্ষুদ্রাকৃতি লিঙ্গের পেছনে বেশ কত কারণ আছে। হরমোনজনিত ও অজানা কারণ।

এর কারণ জানতে মাথার এম আর আই- যাতে করে মস্তিষ্কের হাইপোথ্যালামাস ও এনটেরিয়র পিটুইটারি অন্তঃক্ষরণ গ্রন্থিদ্বয়ের এনাটামি বিচ্যুতি শনাক্ত করা যায়। কেরিও টাইপিং করে শিশুর জেনেটিক ত্রুটি বের করে আনতে হয় কখনও।

লেখক : বিভাগীয় প্রধান, শিশুস্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম