প্রসঙ্গ : দাঁত তোলা
ডা. মো. আসাফুজ্জোহা রাজ
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দাঁত তুলে ফেলার পরামর্শ এখন খুব কম ক্ষেত্রে দেয়া হয়।
আধুনিক চিকিৎসা পদ্ধতিতে ডেন্টাল চিকিৎসকরা এতটাই নিজেদের সময়োপযোগী করেছে যে রোগী চাইলে ক্ষতিগ্রস্থ দাঁত সংরক্ষণ সম্ভব হয়। কিন্তু স্বাভাবিকভাবেই রোগের মেয়াদ যত দীর্ঘায়িত হবে অথবা অনুমোদনহীন চিকিৎসকের কাছে সুচিকিৎসা থেকে বঞ্চিত হবে তত তার সুচিকিৎসা পদ্ধতি জটিল হবে। তাই রোগের শুরুতেই অনুমোদিত চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।
বিষয়গুলো কমবেশি জানার পরও প্রতিনিয়ত আমাদের দাঁত ফেলতে হচ্ছে কোনো উপায় না থাকার কারণে। যেসব কারণে দাঁত ফেলতে হয়-
আক্কেল দাঁত
অপেক্ষাকৃত দেরিতে ওঠে বলে মাড়ির সর্বশেষ দাঁতটিকে উইসডম টুথ বা আক্কেল দাঁত বলা হয়। বেশিরভাগ ক্ষেত্রে দাঁতটি বাঁকা হয়ে ওঠার কারণে স্থানটিতে প্রদাহ বা দাঁতটিতে বড় গর্ত হয়ে যায়। অবস্থানগত কারণ ও কার্যকারিতা কম বলে বেশিরভাগ সময় দাঁতটিকে ফেলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। অনেক ক্ষেত্রে স্বাভাবিকের তুলনায় বিশেষ পদ্ধতিতে এ দাঁত তোলার প্রয়োজন পড়ে।
দাঁতের ধারককলা ক্ষতিগ্রস্ত
প্রতিটি দাঁত আমাদের চোয়ালের হাড় ও মাড়ি দ্বারা শক্তভাবে নিজস্থানে আটকে থাকে। দীর্ঘমেয়াদি মাড়ি রোগ বা দাঁতের সংক্রমণ, দুর্ঘটনা, ক্যালসিয়ামের অতিরিক্ত অভাব ও হাড় ক্ষয় বা যে কোনো কারণে যদি এ বন্ধন নষ্ট হয়ে দাঁত অতিরিক্ত মাত্রায় নড়ে যায়, তখন দাঁতকে সংরক্ষণ অনিশ্চিত হয়ে পড়ে।
রুট ক্যানেল চিকিৎসা শেষ না করা
বেশিরভাগ ক্ষেত্রে রুট ক্যানেল চিকিৎসার শুরুতেই দাঁতের ব্যথা কমে যায়। অনেকেই ব্যথা কমে গেলে বা রুট ক্যানেল চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শ মতো পরবর্তী কাজ বা কৃত্রিম ক্রাউন বা ক্যাপ করে না। পুরো চিকিৎসা শেষ না করার জন্য দাঁতটি এমনভাবে ভেঙে যেতে পারে যখন আর দাঁতটিকে সংরক্ষণ করা যায় না। কিছু ক্ষেত্রে দাঁতের সংক্রমণ নিয়ন্ত্রণ করা না গেলে বা মুখের যত্নে চরম অবহেলা থাকলেও দাঁত ফেলে দিতে হতে পারে।
অর্থোডন্টিক চিকিৎসা
আঁকাবাঁকা বা এলোমেলো দাঁতের চিকিৎসায় অর্থোডন্টিক চিকিৎসা এখন জনপ্রিয় ও নিরাপদ। এ চিকিৎসায় দাঁত ফেলার প্রয়োজন পড়তে পারে।
দাঁত তোলার আগে করণীয়
চিকিৎসক জিজ্ঞেস না করলেও তাকে রোগীর অন্যান্য কোনো শারীরিক জানা রোগ সম্পর্কে বলতে হবে, যেমন ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চরক্তচাপ, শ্বাসকষ্ট, কোথাও কেটে গেলে দেরিতে রক্ত বন্ধ হওয়া, লিভার বা কিডনিতে রোগ, এলার্জি, কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার অভিজ্ঞতা, গর্ভাবস্থাসহ কোনো সার্জারি হয়েছিল কিনা, এমনকি অন্য কোনো কারণে কোনো ওষুধ খাচ্ছে কিনা তাও বলতে হবে যেমন এসপিরিন, স্টেরয়েড ইত্যাদি। বিষয়গুলো স্পষ্ট না হলে দাঁত তোলা থেকে বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে। অতিসাধারণ ডায়াবেটিক, উচ্চরক্তচাপ বা রক্তের কোনো রোগ ডেন্টাল চিকিৎসা থেকে শনাক্ত হয়। তাই দাঁত তোলার ক্ষেত্রে চিকিৎসকের সন্দেহ থাকলে কিছু ল্যাব টেস্ট করার বিষয় থাকলে সেটা মানতে হবে, মনে রাখতে হবে দাঁত তোলাকে অবহেলা করার সুযোগ নেই।
দাঁত তোলার পর করণীয়
* ডাক্তারের পরামর্শ মতো ওষুধের নাম, মেয়াদের সময়কাল, সময়ের ব্যবধান ও যতদিন বলা হবে সেগুলো সঠিকভাবে নিতে হবে, ইচ্ছামতো ওষুধ সেবনে উপকারের চেয়ে ক্ষতি হতে পারে।
* গজ বা তুলা এক ঘণ্টা বা নির্দেশমতো কামড় দিয়ে রাখতে হবে।
* প্রথম ৬ ঘণ্টা গরম ও শক্ত খাবার গ্রহণ না করা ভালো ও কুলি না করতে বলা হয়।
* ২৪ ঘণ্টা পর থেকে উষ্ণ পানিতে লবণ মিশিয়ে কুলি করা যেতে পারে।
* সার্জিকাল দাঁত তোলার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মতো ঠাণ্ডা প্যাক বা বরফ থেরাপির প্রয়োজন পড়তে পারে ও সেলাই হলে ৭ দিন পর সেটা কাটিয়ে নিতে হবে।
* যে কোনো প্রয়োজনে যেমন অধিক রক্তপাত, ফুলে যাওয়া, অসহনীয় ব্যথা, শরীরের কোথাও কোনো চুলকানি ধরনের র্যাশ বা যে কোনো অস্বাভাবিকতায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
মনে রাখতে হবে, দাঁত তোলা কিন্তু সার্জারির অন্তর্ভুক্ত। অনুমোদনহীন চিকিৎসকের কাছে না গিয়ে অনুমোদিত বিডিএস ডিগ্রিধারী চিকিৎসক বেছে নিতে হবে, তা না হলে অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে।
লেখক : রাজ ডেন্টাল সেন্টার, কলাবাগান, ঢাকা, সদস্য সচিব, বিএফডিএস
drraj2009@yahoo.com
