জেনে নিন
বিশেষজ্ঞের উত্তর
ডা. একেএম মাহমুদুল হক খায়ের
প্রকাশ: ১৯ মার্চ ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ত্বক, যৌন, অ্যালার্জি ও কসমেটিক সার্জন সিনিয়র কনসালটেন্ট (এক্স), বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ০১৯১৪৪১৪৫৪৮
প্রশ্ন : আমি অবিবাহিত। বয়স ২৫। আমার দু’পায়ের তলায় অনেক ফাটা। ব্যথা করে। এ যেন এক বিড়ম্বনা। কি করে আমি এ থেকে মুক্তি পাবো?
-রুমা, ঢাকা ভার্সিটি, ঢাকা
উত্তর : আপনার রোগটির নাম ‘ক্র্যাকসোল’। রোগটির চিকিৎসা বেশ জটিল। বর্তমানে অনেক বৈজ্ঞানিক চিকিৎসা বের হয়েছে। আপনি একজন অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন।
প্রশ্ন : আমি অবিবাহিতা। বয়স ১৭। আমার মুখের ব্রণগুলো অনেক চিকিৎসা করেও ভালো হচ্ছে না। আমাকে একটি পরামর্শ দিন।
-রূপা, বনানী, ঢাকা
উত্তর : বর্তমানে আধুনিক শল্য চিকিৎসার মাধ্যমে অর্থাৎ রেডিওসার্জারির মাধ্যমে আপনার ব্রণগুলো মাত্র ০১ সেশন চিকিৎসায় নির্মূল করতে সক্ষম। এতে নেই কোনো পার্শ্বক্রিয়া।
প্রশ্ন : আমি অবিবাহিত। বয়স ২৪। আমার মাথায় অনেক খুশকি। ক্রমান্বয়ে চুলগুলো পড়ে যাচ্ছে। এতে আমি হতাশ।
-শফিক, রাজারবাগ, ঢাকা
উত্তর : আপনি একজন অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনার দেহের হরমোন এনালাইসিস করে চুলপড়ার চিকিৎসা দিয়ে আপনাকে খুশকিমুক্ত করবেন।
পুরুষের দুর্বলতা
পুরুষত্বহীনতা বা পুরুষের শারীরিক অক্ষমতা বা দুর্বলতা সমাজে প্রকট আকার ধারণ করেছে। এতে উঠতি বয়সের যুবকরা এতে হতাশ। ফলে অভিভাবকরা বেশ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন।
পুরুষত্বহীনতা : এটি পুরুষের যৌনকার্যে অক্ষমতাকে বুঝায়।
শ্রেণীবিভাগ : পুরুষত্বহীনতাকে তিন ভাগে ভাগ করা যায়-
* ইরেকশন ফেইলিউর : পুরুষ লিঙ্গের উত্থানে ব্যর্থতা।
* পোনিট্রেশন ফেইলিউর : লিঙ্গের যোনিদ্বার ছেদনে ব্যর্থতা।
* প্রি-ম্যাচুর ইজাকুলেশন : সহবাসে দ্রুত বীর্য-স্খলন তথা স্থায়ীত্বের অভাব।
কারণ : প্রধান কারণ হলো-
* বয়সের পার্থক্য,
* পার্টনারকে অপছন্দ (দেহ-সৌষ্ঠব, ত্বক ও মুখশ্রী),
* দুশ্চিন্তা, টেনশন ও অবসাদ
* ডায়াবেটিস,
* যৌনবাহিত রোগ (সিফিলিস, গনোরিয়া)
* রক্তে সেক্স-হরমোনের ভারসাম্যহীনতা,
* যৌনরোগ বা এইডস-ভীতি
* নারীর ত্রুটিপূর্ণ যৌনাসন,
* সেক্স-এডুকেশন এর অভাব।
যুবকরা হাতুড়ে ডাক্তারের কাছে গিয়ে স্বেচ্ছায় বিভিন্ন হরমোন ইনজেকশন অথবা অকার্যকর ওষুধ সেবন করে। এটি মোটেই কাম্য নয়। এর পার্শ্ব-ক্রিয়ায় শেষ পর্যন্ত সত্যিকারভাবে পুরুষত্বহীনতার আশঙ্কা দেখা দেয়। যা থেকে পরবর্তীতে আরোগ্য লাভ করা অসম্ভব।
