চোখ ওঠা রোগে কী করবেন কী করবেন না
ডা. তামান্না রহমান সুইটি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বর্ষা মানেই নানারকম রোগ। এখন চারপাশে ভাইরাসের উপদ্রব বেশি দেখা যাচ্ছে। আজকাল ভাইরাল কনজাংটিভাইটিস বা চোখ ওঠা খুবই বেশি হচ্ছে, বিশেষ করে বাচ্চারাই বেশি আক্রান্ত হচ্ছে।
কনজাংটিভাইটিসকে অনেকেই pink eye বলে থাকেন। বছরের যে কোনো সময়ই এ ইনফেকশন হতে পারে। তবে বর্ষায় প্রকোপ বাড়ে। খুবই ছোঁয়াচে এই রোগ পরিবারের একজনের হলে সবার হওয়ার আশংকা থাকে।
* উপসর্গ
▶ চোখ লাল হওয়া (এক/দুই চোখ)।
▶ আক্রান্ত চোখে অসহনীয় চুলাকানি।
▶ চোখ কিছুটা ফুলে উঠে।
▶ রাতের বেলা চোখ দিয়ে তরল নিঃসরিত হয়।
▶ আক্রান্ত চোখ থেকে অনবরত পানি পড়ে।
▶ আলোর দিকে তাকাতে না পারা।
* কী করবেন
▶ যথাসম্ভব আলো এড়িয়ে চলতে চেষ্টা করবেন।
▶ রোদে কালো চশমা ব্যবহার করবেন।
▶ চোখে পানি এলে শুধু টিস্যু পেপার/পরিষ্কার কাপড় ব্যবহার করুন।
▶ নিকটস্থ চোখের ডাক্তারের শরণাপন্ন হন।
* কী করবেন না
▶ চোখের ভেতর পানি দেবেন না।
▶ চোখে বার বার হাত দেওয়া থেকে বিরত থাকুন।
▶ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ চোখে দেবেন না।
▶ চোখে হাত দেওয়ার পর, সেই হাত না ধুয়ে বাচ্চাদের ধরবেন না।
▶ চোখে কন্টাক্ট লেন্সের ব্যবহার করা থেকে বিরত থাকুন।
* সতর্কতা
চোখ ওঠা অত্যন্ত ছোঁয়াচে রোগ। একজন রোগী বাসার সবাইকে সংক্রমিত করতে পারে। ওপরে উল্লিখিত উপসর্গ দেখা দেওয়া মাত্রই নিকটস্থ চোখের ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া চোখে কিছু দেওয়া যাবে না। এমনকি পানিও না।
চোখ ওঠা রোগ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। শুধু প্রয়োজন একটু সতর্কতা। অফিস, স্কুল বা জনসমাগম এড়িয়ে চলতে হবে। নিজের ব্যবহৃত জিনিস অন্যের সঙ্গে ভাগ করা যাবে না। এমনকি বাড়িতেও চশমা ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে, দোকান থেকে নিজের পছন্দের আইড্রপ বা মলম কিনে ব্যবহার না করে ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই ওষুধ কিনুন।
লেখক : চক্ষু বিশেষজ্ঞ, কনসালটেন্ট, কর্নিয়া-অ্যান্টেরিয়র সেগমেন্ট, ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল
