Logo
Logo
×

সুরঞ্জনা

তরুণদের জন্য একটি প্লাটফর্ম

Icon

সুরঞ্জনা প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভালো (ভ্যালু অ্যাটেনশন অলটারনেটিভ ডেভেলপমেন্ট লার্নিং অপশনস) এভেন্ট গ্রেড লিমিটেডের উদ্যোগে হিউমেইন ডেভেলপমেন্টবিষয়ক একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। ভালো এভেন্ট গ্রেড লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ড. নাজনীন আখতার বলেন, মানুষের চিন্তাজগতে, মনোজগতে ভালো কিছু করার তাগিদেই এ সংস্থার যাত্রা শুরু হয়েছে। উদ্দেশ্য বিদ্যালয়ের শিশুদের খেলার মধ্য দিয়ে তাদের মনোজগতে সুস্থ চিন্তার বিকাশ ঘটানো। মানুষ চলার পথে অনেক কিছু শিখে। পরে তা ভুলে যায়। এ মূল্যবোধ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক শিশুদের শেখাবে। আমাদের উদ্দেশ্য হিউমেইন ডেভেলপমেন্টের মাধ্যমে মানুষের মানবিক গুণাবলী, মূল্যবোধ, আমাদের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়া, কোথায় শূন্যতা রয়েছে ইত্যাদি বিষয়ে কাজ করা।

এলজিইডির জনসংযোগ বিশেষজ্ঞ সাজেদা বেগম বলেন, অভিভাবকরা গৃহপরিচারিকার সঙ্গে কী আচরণ করে তা দেখে শিশুরাও অনুকরণ করে। এক্ষেত্রে অভিভাবকদের গৃহপরিচারিকার সঙ্গে ভালো আচরণ করতে হবে। তাহলে শিশুরা তাই শিখবে।

অন্যদের মধ্যে বক্তব্য দেন ডিজিএইচএসের সিডিসি’র পরিচালক ড. অনিন্দিতা শবনম কোরাইশী, মেরীস স্টোপস বাংলাদেশের এক্সটার্নাল রিলেশন পরিচালক ড. ফারহানা আহমদ, আইসিআরসি’র স্টাফ হেলথ অফিসার সাইহা মার্জিয়া প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম