Logo
Logo
×

সুরঞ্জনা

আন্তর্জাতিক নারী দিবসের যত আয়োজন

Icon

রীতা ভৌমিক

প্রকাশ: ০১ মার্চ ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবসে এবারের প্রতিপাদ্য- ‘প্রজন্ম হোক সমতার : সকল নারীর অধিকার’। সামাজিক প্রতিরোধ কমিটির এবারের প্রতিপাদ্য- ‘নারী ও কন্যাশিশুর প্রতি ধর্ষণসহ সকল প্রকার সহিংসতা বন্ধ কর’। এবারের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। বাংলাদেশ মহিলা পরিষদ ৪ মার্চ বেলা ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে সামাজিক প্রতিরোধ কমিটির আয়োজনে সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ৫ মার্চ শহীদ মিনারে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ নারী প্রগতি সংঘ ১ মার্চ ও ৫ মার্চ ঢাকা, বারহাট্টা, নেত্রকোনা, ময়মনসিংহ, মোহনগঞ্জ, সন্দ্বীপ, পটিয়া, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে কমিউনিটি ও দলগত পর্যায়ে সচেতন সভা, আলোচনা সভা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পোস্টার ও লিফলেট বিতরণ করা হবে। ৫ ও ৮ মার্চ সরকারি পর্যায়ের অনুষ্ঠানে র‌্যালি, আলোচনা সভা, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠানে পোস্টার ও লিফলেট বিতরণ করা হবে।

আমরাই পারি আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ ছাত্রী আবাসিক হলে স্টুডেন্ট চেইঞ্জ মেকারদের মধ্যে সচেতনতা এবং শেয়ারিং ওয়ার্কশপ করবে ১ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত। ৭ মার্চ রাত ১০টা ৩০ মিনিটে আঁধার ভাঙার শপথ নামে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আমরাই পারি যৌথভাবে আয়োজন করবে। সরকার, বেসরকারি সংস্থা, সহযোগী প্রতিষ্ঠান, সুধী সমাজ, শিক্ষক, সাংবাদিক, চেইঞ্জ মেকার, শিক্ষার্থীসহ সব ধরনের জনগণ এ কর্মযজ্ঞে অংশ নিবেন। চলবে ৮ মার্চ সকাল ১২টা ১ মিনিট পর্যন্ত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম