Logo
Logo
×

সুরঞ্জনা

প্রজননস্বাস্থ্য এবং অধিকার নিশ্চিত জরুরি

Icon

আবুল বাশার ফিরোজ

প্রকাশ: ২২ নভেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

কোভিড-১৯ মহামারী বিশ্বের বিভিন্ন দেশের স্বাস্থ্য ও অর্থনীতিতে মারাত্মক ক্ষতি হয়েছে। এরপরও সরকার, বেসরকারি সংস্থাগুলো, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং বেসরকারি সেক্টরগুলো উন্নয়নশীল দেশগুলোতে নারী ও মেয়েদের স্বাস্থ্য ও অধিকার রক্ষা বিষয়ক কর্মসূচির জন্য রাজনৈতিক, আর্থিক এবং স্বতঃস্ফূর্তভাবে এগোচ্ছে।

২০১৯ সালে আইসিপিডি-২৫ এর যুগান্তকারী নাইরোবি শীর্ষ সম্মেলনে, বিশ্ব ২০৩০ সাল নাগাদ প্রতিরোধযোগ্য মাতৃমৃত্যু কমানো, গর্ভনিরোধের প্রয়োজনীয় উপকরণের পর্যাপ্ততা নিশ্চিতকরণ এবং জেন্ডারভিত্তিক সহিংসতা এবং বাল্যবিয়ে ও নারীর যৌনাঙ্গ বিচ্ছেদের মতো ক্ষতিকারক চর্চাগুলো বন্ধ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল। এ শীর্ষ সম্মেলনে ১৭০টি দেশের ৮ হাজারেরও বেশি প্রতিনিধি যৌন ও প্রজননস্বাস্থ্য এবং অধিকারের সমর্থনে ১,২৫০টি আর্থিক এবং অন্যান্য প্রতিশ্রুতির অঙ্গীকার করেন।

ইউএনএফপিএ’র নির্বাহী পরিচালক ড. নাটালিয়া কানেম বলেন, নাইরোবিতে করা প্রতিশ্রুতিগুলো এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব বহন করে। কোভিড-১৯ পরিস্থিতি আমাদের উচ্চাকাক্সক্ষাকে ম্লান করতে পারেনি বরং আমাদের মনোনিবেশ এবং সংকল্পকে আরও তীক্ষè করেছে। আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে বজায় রাখতে এবং নারী ও মেয়েদের প্রতি আমাদের প্রতিশ্রুতিকে অব্যাহত রাখার জন্য সাহসী পদক্ষেপ গ্রহণ করেছে। সবার জন্য যৌন ও প্রজননস্বাস্থ্য এবং অধিকার নিশ্চিতের লক্ষ্যে আমরা যে বিশ্বের জন্য লড়াই করছি তা আমরা কখনই হারাব না।

নাগরিক সমাজ, বেসরকারি খাত, একাডেমিয়া এবং অন্যরা ২০৩০ সাল নাগাদ প্রতিরোধযোগ্য মাতৃমৃত্যুহারে শূন্য অর্জন, পরিবার পরিকল্পনার জন্য প্রয়োজনীয় উপকরণের শূন্য অপর্যাপ্ততা এবং জেন্ডারভিত্তিক সহিংসতা এবং ক্ষতিকারক আচরণগুলো শূন্য মাত্রা অর্জনের লক্ষ্যে প্রায় ৮ বিলিয়ন ডলারের অধিক প্রতিশ্রুতি দিয়ে সমাবেশ করেছে। সরকারগুলো বৃহৎ পরিসরেও প্রতিশ্রুতি ঘোষণা করেছিল, যার মধ্যে রয়েছে :

পরিবার পরিকল্পনা উপকরণগুলোর সরবরাহ বাড়ানোর জন্য যুক্তরাজ্য থেকে ইউএনএফপিএ-তে ৪২৫ মিলিয়ন পাউন্ড (প্রায় ৫৫২ মিলিয়ন মার্কিন ডলার)। উন্নয়ন ও মানবিক সংকটের খাতগুলোতে ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে যৌন ও প্রজননস্বাস্থ্য এবং অধিকারের জন্য নরওয়ে থেকে ১১ বিলিয়ন নরওয়েইয়ান মুদ্রা (প্রায় ১.২ বিলিয়ন মার্কিন ডলার)। জার্মানি থেকে কোভিড-১৯ মহামারী মোকাবেলায় ইউএনএফপিএকে দেয়া ৩০ মিলিয়ন ইউরো (প্রায় ৩৫ মিলিয়ন মার্কিন ডলার)। এরপরেও যৌন ও প্রজননস্বাস্থ্য এবং অধিকারের জন্য থেকে ২০ মিলিয়ন ইউরো (প্রায় ২৩ মিলিয়ন মার্কিন ডলার)। অপ্রাপ্তবয়স্ক বা কিশোর-কিশোরীর যৌন ও প্রজননস্বাস্থ্য এবং অধিকারের জন্য ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ২৯ মিলিয়ন ইউরো (প্রায় ৩৪ মিলিয়ন মার্কিন ডলার)। যৌন ও প্রজননস্বাস্থ্যের জন্য ডেনমার্ক থেকে ইউএনএফপিএ-তে ডেনমার্কের মুদ্রায় ১০০ মিলিয়ন (প্রায় ১৬ মিলিয়ন মার্কিন ডলার)।

২০২০ সালের সেপ্টেম্বরে, ইউএনএফপিএ, কোভিড-১৯ মহামারী চলাকালীন সময়েও নাইরোবি শীর্ষ সম্মেলনে করা সব প্রতিশ্রুতি নিশ্চিত করার জন্য একটি উচ্চস্তরের কমিশন প্রতিষ্ঠা করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম