সাতক্ষীরার তিন নারী কাউন্সিলর জনকল্যাণে
সুভাষ চৌধুরী
প্রকাশ: ২৮ মার্চ ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পরিবার ও সংসারের গণ্ডি পেরিয়ে সমাজ উন্নয়নের কাজ করছেন সাতক্ষীরার তিন নারী কাউন্সিলর। সংসারের কাজ সামলেও অবশিষ্ট সময়টুকু তারা নিজ নিজ এলাকার মানুষের কল্যাণে ব্যয় করতে চান। আর এ লক্ষ্যেই তারা নির্বাচন করেছেন। জনগণের কাছে ওয়াদা করেছেন। ভোটাররাও তাদের ভোট দিয়ে সাতক্ষীরা পৌরসভায় প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছেন। এখন তারা তাদের কাছে নানা সমস্যা তুলে ধরবেন। আর নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে সাতক্ষীরার তিন নারী কাউন্সিলরের দায়িত্ব হবে, সেসব সমস্যার সমাধান করা।
সাতক্ষীরায় সদ্য সমাপ্ত পৌর নির্বাচনে বিজয়ী তিন নারী কাউন্সিলর নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং ওয়াদার কথা মেনেই জনকল্যাণে কাজ করতে আগ্রহী। তারা সাতক্ষীরাকে জলাবদ্ধতা ও মাদকের কবল থেকে মুক্ত করতে প্রতিজ্ঞাবদ্ধ।
সাতক্ষীরা পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত আসন ১-এর বিজয়ী কাউন্সিলর পুরতিন সাতক্ষীরার গৃহবধূ নুরজাহান বেগম। এই প্রথমবারের মতো তিনি নির্বাচিত হয়েছেন। কাউন্সিলর নুরজাহান বেগম বলেন, প্রথম শ্রেণির পৌরসভা হলেও সাতক্ষীরায় যথেষ্ট উন্নয়ন হয়নি। আমার চেষ্টা থাকবে, এ পৌরসভাকে জলাবদ্ধতার কবল থেকে মুক্ত করা। এজন্য সাতক্ষীরা শহরের প্রাণ সায়ের খাল খনন ও অপরিকল্পিত চিংড়ি বন্ধ করা। পৌর এলাকার রাস্তাঘাট কালভার্ট নির্মাণ সংস্কার, অযৌক্তিকভাবে কৃষি জমি নষ্ট না করার ওপর জোর দিতে চাই। শিশুশ্রম বন্ধ করে শিশুদের স্কুলমুখী করা, বাল্যবিয়ে রোধ, নারী নির্যাতন এবং নারীর ওপর সহিংসতা বন্ধ করার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাবো। তিনি আরও বলেন, আমার প্রয়াত স্বামী মো. ওবায়দুল্লাহ’র পথ অনুসরণ করে এলাকার ছোটখাটো সমস্যা সমাধানে সালিশ বিচার করে মানুষের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে চাই।
পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত আসন ২-এ এবার চতুর্থবারের মতো নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বেসরকারি স্কুল শিক্ষক অনিমা রাণী মন্ডল। অনিমা রাণী মন্ডলের মতে, আমি আমার এলাকার অসমাপ্ত কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছি। মেয়রের সঙ্গে সমন্বয় করে রাস্তাঘাট, ড্রেইন নির্মাণ সংস্কার, অবকাঠামোগত উন্নয়ন এবং জলাবদ্ধতা রোধে আমার ভূমিকা থাকবে জোরালো। শহরবাসীকে দৈনন্দিন সেবাদান, তাদের মধ্যকার ছোটখাটো বিবাদ আলাপ-আলোচনার মাধ্যমে মীমাংসা করা আমার দায়িত্ব। অনিমা রাণী মন্ডল আরও বলেন, বাল্যবিয়ে, নারীর প্রতি সহিংসতা ও নারী নির্যাতন এসব সামাজিক সমস্যা দূরীকরণে আমি সোচ্চার থাকবো। শিশুদের বিদ্যালয়মুখী করা, সমাজ উন্নয়ন, বিনোদন ও খেলাধুলার প্রতি শিশু-কিশোরদের আগ্রহী করে তুলতে চেষ্টা চালিয়ে যাবো। সমাজের যে কোনো অনিয়ম, মাদকগ্রহণ, বিশৃঙ্খলা ও দুর্নীতির বিরুদ্ধে আমি কঠোর অবস্থানে থাকতে চাই।
সাতক্ষীরা পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত আসন ৩-এর এবার বিজয়ী গৃহবধূ রাবেয়া পারভিন। রাবেয়া পারভিন বলেন, আমার এলাকায় যে কোনো ধরনের অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে আমি থাকবো সোচ্চার। সমাজকে মাদকমুক্ত করা, মাদকসেবীদের আলোকিত পথে নিয়ে আসা এবং শিশুদের স্কুলে পাঠানোর জন্য চেষ্টা চালাবো। এলাকায় বৃক্ষরোপণ জোরদার করা, নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা দানে সহায়তা করা, বয়স্কভাতা ও বিধবাভাতা নিশ্চিত করা, অপ্রাপ্তবয়স্কদের বিয়ে বন্ধ করা আমার দায়িত্বের মধ্যে রয়েছে। তিনি আরও বলেন, আমার এলাকার রাস্তাঘাট কালভার্ট নির্মাণ ও পানি নিষ্কাশন নিশ্চিত করাও আমার এজেন্ডার মধ্যে রয়েছে। আমি এসব বিষয়ে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা পালন করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।
