Logo
Logo
×

সুরঞ্জনা

পরিশ্রমে কঠিন কাজও সহজ হয়ে যায় : শায়লা আহমেদ

Icon

সুরঞ্জনা প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

শায়লা আহমেদ একজন সফল নারী উদ্যোক্তা। তার শুরুটা ছিল বেশ সাদামাটা। নিজে কিছু করার পাশাপাশি চেয়েছিলেন অপরাপর অন্য নারীদের জন্যও কিছু করতে। সেজন্য এমন কিছু করার চেষ্টা করছিলেন যাতে সবাইকে নিয়েই তিনি এগিয়ে যেতে পারেন। আর সেটাও করেছেন তিনি। হার্বস্ কেয়ার বিডি’র কর্ণধার হিসেবে কাজ করছেন তিনি।

এ প্রসঙ্গে শায়লা আহমেদের মতে, এটি কোনো পণ্য নয়, নারীর এগিয়ে যাওয়ার গল্প। এই স্বপ্ন বুকে ধারণ করে এগিয়ে চলেছি নিজ লক্ষ্যে। এই পথ চলায় পাশে রয়েছেন সাত জেলার আরও ১৫ জন নারী।

বছর তিনেক আগে নিজের সমস্যার সমাধান খুঁজতে শায়লার এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করেন। ক্যামিকেল মিশ্রিত পণ্য ব্যবহারের অনিচ্ছা থেকেই তিনি খোঁজ পান হেকিম ড. ইবনে আখতারের। তার উদ্ভাবিত ক্যামিকেলমুক্ত আয়ুর্বেদিক পণ্য অনলাইনে বিপণনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেন তিনি। আয়ুর্বেদিক পণ্যের পাশাপাশি কেয়ার পয়েন্ট কনসেপ্টের মাধ্যমে নিজের প্রতিষ্ঠানটিকে আরও সমৃদ্ধ করেন শায়লা।

শায়লা আহমেদ বলেন, মেয়েরা এখন চুল পড়ার জন্য নানাকিছু ব্যবহার করে তা আসলে পরোক্ষভাবে চুলের ক্ষতি করে। চুলের যত্নে প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে চুলের ক্ষতি হবে না। এই ভাবনা থেকে স্বামী রাহাত খানের অনুপ্রেরণায় ২০১৩ সালে আমি কাজ শুরু করি। আয়ুর্বেদ ও বোটানি বিশেষজ্ঞ ড. ইবনে আখতারের ফরমুলা নিয়ে কাজ শুরু করলাম। এই ফরমুলার মাধ্যমে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান সংগ্রহ করে তা থেকে পণ্য বানানো শুরু করি। প্রতিটি কাঁচামাল আমি নিজে সংগ্রহ করি। বর্তমানে বিক্রি করা পণ্যের মধ্যে রয়েছে- ফেশওয়াস, ব্রণের জন্য পিম্পল ফাইটার। প্রতিটি পণ্য খুবই সীমিত মূল্যে বিক্রি করার চেষ্টা করা হয়।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ পাস করা শায়লা কেবল নিজে স্বাবলম্বী হওয়ার জন্য কাজ করছেন সেটা নয়, বরং দেশের বিভিন্ন স্থানের ছাত্রীদেরও স্বাবলম্বী হতে সাহায্য করছেন। দেশের ৭ জেলার আরও ১৫ জন নারীকে স্বাবলম্বী করেছেন তিনি।

এ প্রসঙ্গে শায়লা আহমেদ বলেন, আমি চেষ্টা করি প্রতিটি মেয়েকে নির্দিষ্ট পরিমাণ আর্থিক মূল্যমান প্রদান করতে। যাতে তারা আমাকেও সাহায্য করতে পারেন, পাশাপাশি সেই টাকাটা নিজেদের পড়াশোনা অথবা দরকারে ব্যবহার করতে পারেন।

শায়লা চান সারা দেশে তার উদ্যোগটিকে ছড়িয়ে দিতে। যেসব নারী নিজেরা কিছু করতে চান, কিন্তু উপায় খুঁজে পাচ্ছেন না, তাদেরকেও পাশে রাখতে চান তিনি। যারা উদ্যোক্তা হতে চান তাদের জন্য শায়লার পরামর্শ, যদি আপনার কোনো প্রতিভা থাকে, চেষ্টা করুন নিজে কিছু করতে। চেষ্টা আর পরিশ্রমে অনেক কঠিন কাজও সহজ হয়ে যায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম