|
ফলো করুন |
|
|---|---|
অমর একুশে গ্রন্থমেলায় এসেছে সেলিনা হোসেনের সম্পাদনায় ‘নির্বাচিত গল্পে বঙ্গবন্ধু’। বঙ্গবন্ধু আছেন অনিবার্যভাবেই। ব্যক্তি মানুষটির বিভিন্ন দিক যেমন চিত্রিত হয়েছে নানা বর্ণে, ঠিক তেমনি এসেছে সমাজ ও সময়ের কথাও। বঙ্গবন্ধু ইতিহাসের অনির্বাণ শিখা। তার আলোয় উদ্ভাসিত হয়েছে বাঙালির জীবন। এ গ্রন্থের গল্পগুলো তাই কেবল ইতিহাসকথন নয়, জীবন ও যাপনেরও শিল্পিত রূপ। বইটি বের করেছে অন্যপ্রকাশ। অন্যপ্রকাশ থেকে সেলিনা হোসেনের আরেকটি বই ‘বধ্যভূমিতে বসন্ত বাতাস’ বের হবে। ‘বধ্যভূমিতে বসন্ত বাতাস’ একটি উপন্যাস গ্রন্থ। এ উপন্যাসের নারী-পুরুষ নির্বিশেষে ত্রিশ লাখ শহীদের বধ্যভূমিতে শেষ নিশ্বাস হলো স্বাধীনতার বসন্ত বাতাস।
সেলিনা হোসেনের গল্পগ্রন্থ ‘গল্পের ছায়ায় বঙ্গবন্ধু’ বের করবে অনন্যা প্রকাশনী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখকের পনেরোটি গল্প সংকলিত হয়েছে।
আনোয়ারা সৈয়দ হকের ‘বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ’ বের করেছে আগামী প্রকাশন। লেখক বইতে তুলে ধরেছেন, ‘বঙ্গবন্ধু’ খেতাবটির সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালি জাতির শ্রদ্ধা ও সীমাহীন ভালোবাসা। ‘বাংলা’ ও ‘বঙ্গবন্ধু’ এক ও অবিচ্ছেদ্য। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের জাতির পিতা, শোষিত মানুষের মহান নেতা, শেখ মুজিবুর রহমান একদিনেই ‘বঙ্গবন্ধু’ হয়ে ওঠেননি। তার বঙ্গবন্ধু হয়ে ওঠার পেছনে রয়েছে আপসহীন সংগ্রাম ও কারান্তরালে শারীরিক নির্যাতন ভোগ করার বেদনাবিধুর ইতিহাস।
‘ছোটদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’ বইটি লিখেছেন ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. নাজমা বেগম নাজু। লেখক তার বইতে তুলে ধরেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্বের ইতিহাসে একজন মহীয়সী নারী। তিনি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের প্রতিটি মুহূর্তের সঙ্গী ছিলেন তিনি।
এবারের অমর একুশে গ্রন্থমেলায় এসেছে সাংবাদিক জান্নাতুল বাকেয়া কেকা’র ‘বঙ্গবন্ধুর ভাবনায় নারী উন্নয়ন ও স্বাস্থ্য ব্যবস্থা’। গ্রন্থটি বের করেছে কাকলী প্রকাশনী। লেখক তার গ্রন্থে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে লাঞ্ছিত-অপমানিত নারীদের আশ্রয় ও চিকিৎসার ব্যবস্থা করেছিলেন তা তুলে ধরেছেন।
হোসনে আরা খানের কবিতার বই ‘ভালোবাসার জলছবি’ বের করেছে আগামী প্রকাশনী। বইটিতে ৯৩টি কবিতা সংকলিত হয়েছে। কবি তার কবিতায় দেশাত্মবোধ, প্রকৃতি, ভালোবাসা, মানবতাবাদ ও সাম্যের কথা তুলে ধরেছেন। সঙ্গীতা ইমামের ‘স্বাধীনতা ও আত্মজার গল্প’ একটি মুক্তিযুদ্ধবিষয়ক উপন্যাস। উপন্যাসটি বের করেছে পাঞ্জেরী প্রকাশনী। মধ্যবিত্ত পরিবারের কিশোর মুক্তিযোদ্ধা রুবেলের অন্তর্দ্বন্দ্বের কাহিনি বইটির উপজীব্য বিষয়।
সালমা সুলতানার গল্পগ্রন্থ ‘কিছু ফুল কিছু ভুল’ বের করেছে অন্যপ্রকাশ।
