মুক্তিযোদ্ধা সম্মাননা পেলেন হাজেরা বেগম
রাহাদ সুমন
প্রকাশ: ০৪ জুলাই ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বরিশালের মোসাঃ হাজেরা বেগম। একাত্তরের মুক্তিযুদ্ধে তার অবদান কম নয়। জীবনের শেষ বেলায় এসে তিনি পেলেন জাতির শ্রেষ্ঠ সম্মান বীরাঙ্গনা খেতাব। হাজেরা বেগমের বয়স ৭০ বছর। ১৯৭১ সালে তার বয়স ছিল ১৮ বছর। তিনি তখন ৫ম শ্রেণির ছাত্রী। মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে। নিজ বাড়ি থেকে বোনের শ্বশুরবাড়ি বরিশাল যাচ্ছিলেন। বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ছিল পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাম্প। এ ক্যাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় তিনি পাকিস্তানি হানাদারবাহিনীর নজরে পড়েন। পাকিস্তানি সেনারা তাকে ধরে নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। দুর্বিষহ সেই স্মৃতির কথা মনে করতেই ঢুকরে কেঁদে ফেললেন হাজেরা বেগম। তিনি বেসরকারি প্রতিষ্ঠান বেঙ্গল বিস্কুট কোম্পানিতে চাকরি করতেন। তার ৩ ছেলে ১ মেয়ে। ২৭ জুন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার তার সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে হাজেরা বেগমের হাতে ৮২ হাজার টাকার মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা তুলে দেন।
সম্মানী ভাতা পেয়ে আবেগাপ্লুত হয়ে হাজেরা বেগম বলেন, জীবনের শেষ মুহূর্তে এসে এ সম্মাননা স্বীকৃতি পেয়ে দারুণ উচ্ছ্বসিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করি। তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
এ প্রসঙ্গে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, ’৭১ মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে পুরুষের পাশাপাশি নারীদেরও রয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষ অংশগ্রহণ ও অসামান্য অবদান। নতুন প্রজন্মের কাছে নারীদের এই অসামান্য কীর্তিগাথা তুলে ধরার এখনই সময়। হাজেরা বেগমের মতো মহীয়সী নারীদের আমরা বাঙালি জাতি কখনই ভুলব না।
