|
ফলো করুন |
|
|---|---|
অনলাইন ও অফলাইনে নারী উদ্যোক্তাদের সহায়তায় ইভেন্ট, সমাজসেবা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে নারীদের সংগঠন এডব্লিউই। নারী উদ্যোক্তাদের বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও মেলার আয়োজন করে তারা। এরই ধারাবাহিকতায় ১০ মার্চ শুক্রবার রূপগঞ্জের ইউসুফগঞ্জ স্কুলের বাল্যবিয়ে রোধে অ্যাসোসিয়েশন থেকে কন্যাশিশুদের বাল্যবিয়ে রোধে সাহসী ভূমিকা নেওয়ার জন্য পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ এমপি। গুলশান ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে পরোপকার, স্বাস্থ্য, শিক্ষা, মেকওভার ও ডিজাইনার ইত্যাদি ক্যাটাগরিতে ২০ জন নারীকে ‘অদম্য কন্যা’ সম্মাননা প্রদান করা হয়।
