|
ফলো করুন |
|
|---|---|
মাত্র পাঁচদিন পরই মহান বিজয় দিবস। দিনটিকে ঘিরে কতই না আয়োজন থাকে বাংলাদেশিদের। কারণ এ দিনেই প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্ম হয়েছে। এ দিনেই পাক হানাদার বাহিনী বাংলাদেশিদের কাছে আত্মসমর্পণ করেছে। ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর এ দিনেই স্বাধীনতা অর্জিত হয়েছে।
তাই দিনটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়ে থাকে। গত ৪৮ বছর এভাবেই পালিত হয়ে আসছে। কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন। করোনাভাইরাসের কারণে গণ-আয়োজনের অনেক কিছুই দেখা যাবে না। বিনোদন অঙ্গনে প্রতি বছর এ দিনকে কেন্দ্র করে কয়েকটি ছবি মুক্তি দেয়া হয়। করোনার প্রকোপের মধ্যে এবারও সে রকম আওয়াজ আছে। বরং এবার মুক্তিপ্রতীক্ষিত ছবির সংখ্যা আগের তুলনায় বেশি।
পাঁচটি ছবি আছে মুক্তির তালিকায়। করোনাভাইরাস? নাহ্, সেদিকে ভ্রুক্ষেপ নেই প্রযোজকদের। প্রেক্ষাপট ভিন্ন- তাতে কী? তারাও ভিন্ন উপায়ে ছবি মুক্তি দিচ্ছেন।
সিনেমাহল খুললেও করোনাভাইরাসের কারণে দর্শক নেই। বিষয়টি নির্মাতারাও জানেন। গত ১৬ অক্টোবর সিনেমাহল খোলার পর মাত্র একটি ছবি মুক্তি পেয়েছে। এটি হচ্ছে দেশের সমালোচিত মিউজিক ভিডিও মডেল হিরো আলম অভিনীত ও প্রযোজিত ছবি ‘সাহসী হিরো আলম’।
এরপর আর কোনো প্রযোজক গত দেড় মাসে সাহস করে একটি ছবিও মুক্তি দেননি। কিন্তু ডিসেম্বর আসার আগে থেকেই বিজয় দিবসকে কেন্দ্র করে একসঙ্গে পাঁচটি ছবি মুক্তির আওয়াজ ওঠে। দেড় মাস খালি থাকার পর হঠাৎ করে কেন পাঁচটি ছবি মুক্তির তালিকায় নাম লিখিয়েছে?
এর মধ্যে কেউ কেউ মুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ঘোষণাও দিয়েছেন। কীভাবে সম্ভব? উত্তর হচ্ছে- হ্যাঁ, সম্ভব। পাঁচটি ছবি মুক্তি পেলেও সব কিন্তু সিনেমাহলে প্রদর্শিত হবে না। কোনোটি টেলিভিশনে, আবার কোনোটি অনলাইনে।
মুক্তির ঘোষণায় থাকা পাঁচ ছবির মধ্যে সবচেয়ে ব্যয়বহুল ও আলোচিত ছবি এ মুহূর্তের দেশসেরা নায়ক শাকিব খান অভিনীত ‘নবাব এলএলবি’। অনন্য মামুন পরিচালিত এ ছবির মাধ্যমে করোনায় ৭ মাস ঘরবন্দি থাকার পর শুটিং করেছেন এ নায়ক। এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ১৬ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে বলে ঘোষণা দেন পরিচালক। তবে এটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে না। ‘আই থিয়েটার’ নামে একটি ইন্টারনেট অ্যাপে ছবিটি মুক্তি পাচ্ছে।
অ্যাপে মুক্তি দেয়ার কারণেই করোনার প্রকোপ কিংবা দর্শক সমাগম নিয়ে কোনো ভাবনা নেই নির্মাতা-প্রযোজকের। দর্শকরা নিজেদের সুবিধামতো সময়ে ছবিটি টিকিট কেটে অ্যাপ থেকে দেখে নিতে পারবেন। বিজয় দিবসকে কেন্দ্র করে ‘নবাব এলএলবি’ মুক্তি প্রতীক্ষায় থাকলেও এটি কিন্তু যুদ্ধবিষয়ক কোনো ছবি নয়। নারী মুক্তি ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদের গল্প এ ছবিতে ফুটে উঠেছে। ছবিতে শাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া।
বিজয় দিবসকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য চূড়ান্ত মুক্তির তালিকায় থাকা আরও দুটি ছবির নাম তানভীর মোকাম্মেল পরিচালিত ‘রূপসা নদীর বাঁকে’ ও চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’। দুটি ছবিই ১১ ডিসেম্বর অর্থাৎ আগামীকাল মুক্তি পাবে। একজন বামপন্থী নেতার জীবনী নিয়ে তৈরি হয়েছে ‘রূপসা নদীর বাঁকে’। সরাসরি মুক্তিযুদ্ধ না হলেও মুক্তি সংগ্রামের কিছু খণ্ডচিত্র এ ছবিতে ফুটে উঠেছে বলে জানা গেছে।
এতে অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, খাইরুল আলম সবুজ ও নাজিবা বাশারসহ অনেকেই। অন্যদিকে ‘বিশ্বসুন্দরী’ একটি পুরোপুরি বাণিজ্যিক ছবি। এ ছবিতে মুক্তিযুদ্ধের কোনো বিষয় নেই। চয়নিকা চৌধুরীর প্রথম ছবি এটি। ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন সিয়াম ও পরিমনি। এমনিতেই পরিমনির ক্যারিয়ারে কোনো ব্যবসাসফল ছবি নেই। তার মধ্যে ইউটিউবে এ ছবির ট্রেইলার প্রকাশের পর সেখানে দর্শকদের নেতিবাচক মন্তব্যই বেশি দেখা গেছে। তাই করোনার প্রকোপে সিনেমাহলে কতজন দর্শক ছবিটি দেখতে যাবেন, সেটি হিসাব কষে বলা অসম্ভব কিছু নয়।
এদিকে বিজয় দিবস উপলক্ষে চ্যানেল আই অর্থাৎ ইমপ্রেস টেলিফিল্ম ‘প্রিয় কমলা’ নামে একটি ছবি ওয়ার্ল্ড প্রিমিয়ার করার ঘোষণা দিয়েছে। শাহরিয়ার নাজিম জয় পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস। এ ছবিটি যুদ্ধকেন্দ্রিক। বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধাদের নিয়ে এর গল্প তৈরি হয়েছে। এটি ১৬ ডিসেম্বর বিকাল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে।
এ চার ছবির বাইরে আরও একটি ছবি মুক্তির কথা শোনা যাচ্ছে। সেলিম খান পরিচালিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। এটিও আগামীকাল সিনেমাহলে মুক্তি দেয়ার কথা। কিন্তু সেটি এ রিপোর্ট লেখা পর্যন্ত আওয়াজের মধ্যেই সীমাবদ্ধ ছিল। মুক্তি পেলে এ ছবির মাধ্যমে বড় পর্দায় নায়িকা হিসেবে অভিষেক ঘটবে দীঘির। তার সঙ্গে নায়ক হয়েছেন পরিচালকেরই ছেলে শান্ত খান। মুক্তি পেলেও এ ছবির ব্যবসায়িক সফলতা সম্পর্কে এখনই যে কেউ বলে দিতে পারবেন।
