বলিউডে খলচরিত্রেও অনবদ্য তারা
সেলিম কামাল
প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বলিউডে এমন বেশ কয়েকজন অভিনেতা আছেন, যারা পুরোপুরি খলচরিত্রে অভিনয় করেও দর্শকহৃদয় জয় করে নিয়েছেন। আবার কেউ কেউ তো ক্যারিয়ারের শুরুটাই করেছেন খলচরিত্র দিয়ে। কিন্তু পরবর্তী সময়ে পুরোপুরি নায়কের ভূমিকায় দারুণভাবে সাফল্য পেয়েছেন। অমিতাভ বচ্চন অভিনীত ‘পরওয়ানা’ ও ‘জনি গাদ্দার’ ছবিগুলো তার গায়ে ভিলেনের সিল লাগিয়ে দিয়েছিল। তেমনি ‘মাদার ইন্ডিয়া’তে সুনিল দত্ত ও ‘গ্যাংস অব ওয়াসেপুর’ ছবিতে মনোজ বাজপেয়ি খলচরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন।
বলিউড বাদশা শাহরুখ খান নায়ক হিসাবে ক্যারিয়ারের দ্বিতীয় বছরেই খলচরিত্রে অভিনয় করে দোটানায় ফেলে দিয়েছিলেন পরিচালকদের- তাকে নায়ক নাকি খলচরিত্রে নেবেন ছবিতে। ইয়াশ চোপড়ার সাইকোথ্রিলার ‘ডর’-এ খলচরিত্রে অভিনয় করে তিনি রীতিমতো আলোচনার জন্ম দিয়েছেন। রাহুল নামের সে চরিত্রের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের সেরা খলচরিত্রে মনোনয়নও পেয়েছিলেন শাহরুখ। শুধু তাই নয়, রাহুল রাওয়াইত পরিচালিত ‘আনজাম’ ছবির খলচরিত্রে অভিনয় করে জিতে নিয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। মহেশ ভাট পরিচালিত অ্যাকশন কমেডি ছবি ‘ডুপ্লিকেট’-এর খলচরিত্রে অভিনয় করেও তিনি একই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন। তার অভিনীত ‘বাজিগর’ও ভিলেন হিসাবে সুনাম এনে দিয়েছিল বেশ। রাহুল ঢোলাকিয়া পরিচালিত ‘রাঈস’ ছবিটিও শাহরুখের নেগেটিভ চরিত্রে অভিনয়ের উল্লেখযোগ্য প্রমাণ। আবার এর উল্টোটিও ঘটেছে। প্রেম চোপড়ার ক্যারিয়ার শুরু হয় নায়ক চরিত্রের মাধ্যমে। কিন্তু নায়ক হিসাবে তার ছবি একে একে ফ্লপ হলে তিনি ট্র্যাক চেঞ্জ করে ভিলেন হয়ে গেলেন এবং সুপার ডুপার হিট হলেন। সঞ্জয় দত্ত সুভাষ ঘাই পরিচালিত ‘খলনায়ক’ ছবির অ্যান্টিহিরো চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন পুরো বলিউডকে। একইভাবে মহেশ মাঞ্জরেকার পরিচালিত ‘বাস্তব’ ছবিতেও তাকে নেগেটিভ চরিত্রে দেখা গেছে।
সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘পদ্মাবত’ ছবিতে খলনায়কের ভূমিকায় দারুণ অভিনয় করেছেন ‘ব্যান্ড বাজা বরাত’ ছবির মাধ্যমে নায়ক হিসাবে অভিষিক্ত হওয়া রনবির সিং। আরেক জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান তার ক্যারিয়ারে বহু ছবির সফল নায়ক ছিলেন। কিন্তু খলনায়ক হিসাবেও তিনি কম যান না- এমনটিই জানান দিয়েছেন বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘ওমকারা’ ছবিতে। শুধু তাই নয়, এ ছবিতে অভিনয় করে তিনি পেয়েছেন ফিল্মফেয়ারের সেরা খলনায়ক অ্যাওয়ার্ড। ক্যারিয়ারের বর্তমান পর্যায়ে এসে তিনি যেন খলনায়ক হিসাবেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন। ‘তানহাজি’ ও ‘আদিপুরুষ’ ছবি দুটিতেও তাকে দেখা যাবে খলনায়কের ভূমিকায়।
‘খিলাড়ি’খ্যাত অভিনেতা অক্ষয় কুমারও খলচরিত্রে অভিনয় করেছেন। সুপারস্টার রজনীকান্তের ছবি ‘২.০’-এর পক্ষী রাজন চরিত্রে দারুণ অভিনয় করে তিনি দর্শকদের ভালোবাসা অক্ষুণ্ন রেখেছেন।
‘ধুম’, ‘জিন্দা’ ও ‘রেস থ্রি’র মতো সুপারহিট ছবির খলচরিত্রে অভিনয় করে বলিউডবোদ্ধাদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন জন আব্রাহাম।
এ হিসাবের বাইরে আবার উল্টোটিও ঘটেছে। সারা জীবন খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু পুরো ক্যারিয়ারে এমন কিছু ভালো চরিত্রে অভিনয় করেছেন, যেগুলো তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। তাদের মধ্যে রয়েছেন নাসিরুদ্দিন শাহ, অমরিশপুরি, আমজাদ খান, ড্যানি ডেনজংপা, প্রেম চোপড়া ও গুলশান গ্রোভার প্রমুখ। এসব অভিনেতার ক্যারিয়ারে বহু ছবি আছে, যেগুলোয় তারা খলনায়কের বিপরীতে অভিনয় করে নিজেদের সুনাম অক্ষুণ্ন রেখেছেন।
শাদ আলী পরিচালিত ‘সাথিয়া’ প্রভৃতি ছবির মাধ্যমে নায়ক হিসাবে অভিষিক্ত হওয়া অভিনেতা বিবেক ওবেরয়ও অভিনয় করেছেন কয়েকটি ছবির খলচরিত্রে। অপূর্ব লাখিয়া পরিচালিত ‘শ্যুট আউট অব লক্ষণধলা’ ছবির খলচরিত্র মায়া দোলাস এবং রাম গোপাল ভার্মা পরিচালিত ‘রক্ত চরিত্র’ ছবির খলচরিত্র প্রতাপ রবির ভূমিকায় অভিনয় করে ফিল্মফেয়ার এবং স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছিলেন।
সঞ্জয় গাদভি পরিচালিত ‘ধুম-২’তে খলচরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হন ‘কাহো না প্যায়ার হ্যায়’খ্যাত অভিনেতা হৃত্বিক রোশন।
বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত ‘ধুম-৩’-এর খলচরিত্রে অভিনয় করেছিলেন বহু সফল ছবির নায়ক আমির খান। এ ছবি দুটির চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন, ‘মিস্টার পারফেকশনিস্ট’ তকমা তার নামের পাশে এমনি এমনি বসেনি।
