সালমার ব্যতিক্রমী উদ্যোগ
তারা ঝিলমিল প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুন ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নিয়মিত নতুন মৌলিক গানে কণ্ঠ দিয়ে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী সালমা। গানের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তার কর্মপরিধি বিস্তৃত। তবে এবার নতুন একটি কাজের সঙ্গে যুক্ত হলেন তিনি। ময়মনসিংহের হালুয়াঘাটে একটি বিনোদন পার্ক তৈরি করছেন এ সংগীতশিল্পী। এরই মধ্যে এটির কাজ অনেক দূর এগিয়েছে। এ প্রসঙ্গে সালমা বলেন, ‘গ্রামীণ পরিবেশে এ পার্কটি তৈরি করেছি। সেখানের মানুষের বিনোদনের কোনো ব্যবস্থা নেই। ছোট পরিসরে বিনোদন পার্কটি আমার নিজস্ব অর্থায়নে তৈরি করছি। এটি বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হবে না। নামমাত্র প্রবেশ থাকবে। আশা করছি, সফলভাবে এ বিনোদন কেন্দ্রটি চালু করতে পারব।’ এদিকে গত ঈদের পর এখন পর্যন্ত ২০টি নতুন মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন এ সংগীতশিল্পী। গানগুলো পর্যায়ক্রমে প্রকাশ পাবে বলে জানিয়েছেন তিনি। তবে করোনাজনিত লকডাউনের কারণে আপাতত স্টেজ অনুষ্ঠান বন্ধ রেখেছেন সালমা।
