|
ফলো করুন |
|
|---|---|
নিজের করা তো বটেই, দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সব রেকর্ড ভেঙে দিয়েছেন ৬৭ বছর বয়স্ক অভিনেতা কমল হাসান! দক্ষিণি এই সুপারস্টার অভিনীত সিনেমা ‘বিক্রম’ মুক্তি পেয়েছে সম্প্রতি। মাত্র দুই সপ্তাহে সিনেমাটির বিশ্বব্যাপী আয় ৩৫০ কোটি রুপিরও বেশি। দিন দুয়েকের মধ্যে ৪০০ পার হয়ে যাবে বলেও অনেকের ধারণা।
করোনাপরবর্তী তো বটেই, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটা রীতিমতো একটি রেকর্ড। ইতোমধ্যে ভেঙেছে ‘বাহুবলী ২’-এর রেকর্ডও। লোকেশ কানারাজের পরিচালনায় নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন বিজয় সেতুপতি এবং ফাহাদ ফাসিলের মতো তারকা।
বলা হচ্ছে, কমল হাসানের ক্যারিয়ারের সর্বোচ্চ আয় করা সিনেমা এটি। তামিল ছাড়াও হিন্দি, তেলেগু এবং মালয়ালাম ভাষায়ও মুক্তি পেয়েছে এটি। এ সিনেমায় কমল হাসান একজন সাবেক এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন। এর আগে ‘বাহুবলী ২’ ছিল তামিলনাড়ুতে সর্বোচ্চ আয় করা সিনেমা। কিন্তু সেই রেকর্ড ভেঙে দিয়ে এখন তার দখলে নিয়েছে ‘বিক্রম’।
