বাবা নিয়ে আলোচিত কিছু গান
jugantor
বাবা নিয়ে আলোচিত কিছু গান

  তারাঝিলমিল ডেস্ক  

০৭ জুন ২০১৮, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

বাবা নিয়ে আলোচিত কিছু গান

* আমার বাবার মুখে প্রথম যেদিন (এন্ড্রু কিশোর) : আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সুরে এন্ড্রু কিশোরের গাওয়া ‘আমার বাবার মুখে প্রথম যেদিন’ শিরোনামের গানটি অনেক বেশি জনপ্রিয়। ‘নয়নের আলো’ সিনেমায় এ গানটিতে ঠোঁট মিলান প্রয়াত চিত্রনায়ক জাফর ইকবাল। গানটি এখনও বাবা নিয়ে সবচেয়ে জনপ্রিয় গান।

* বাবা (জেমস) : বাংলাদেশি গানে বাবাকে নিয়ে যত গান প্রকাশ হয়েছে তার মধ্যে নগরবাউল জেমসের গাওয়া ‘বাবা’ গানটি অন্যতম ও জনপ্রিয় গান। গানটির কথাও সুর করেছেন প্রিন্স মাহমুদ। এটি ‘হারজিৎ’ অ্যালবামে প্রকাশিত হয়।

* বাবা তোমার কথা মনে পড়ে (আইয়ুব বাচ্চু) : আইয়ুব বাচ্চুর গাওয়া এ গানটি খুবই জনপ্রিয়। গানটির কথা ও সুর করেছেন তিনি নিজেই। এটি ‘প্রেম তুমি কি’ অ্যালবামে প্রকাশিত হয়।

* বাবা বলে ছেলে নাম করবে (আগুন) : ১৯৯২ সালে মুক্তি পাওয়া সালমান শাহ অভিনীতি ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার গান এটি। মনিরুজ্জামান মনিরের লেখা গানটি গেয়েছেন শিল্পী আগুন। সঙ্গীতায়োজন করেন আনন্দ শ্রীবাস্তব ও মিলিন্দ শ্রীবাস্তব। এটি আগুনের ক্যারিয়ারে প্রথম মুক্তি পাওয়া ছবির গান। এখনও গানটি শ্রোতাদের মুখে মুখে রয়েছে।

* বাবা নেই (আসিফ) : ২০০৬ সালের কথা। আসিফ আকবরের বাবা মারা যান। তার কিছু দিন পরই ‘পাপী’ অ্যালবামটি প্রকাশ হয়। এ অ্যালবামেই ‘বাবা নেই’ গানটি প্রকাশ হয়। মূলত সুরকার রাজেশের আগ্রহে এ গানটি তৈরি হয়। গানটি লিখেছেন প্রদীপ সাহা। গানটি এখনও শ্রোতা মহলে খুব জনপ্রিয় এবং মুখে মুখে মুখরিত।

* আয় খুকু আয় (হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদার) : বাবা নিয়ে পুরনো কিন্তু অসম্ভব জনপ্রিয় একটি গান ‘আয় খুকু আয়’। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং ভি বালোসারার সুরে গানটি গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদার। এটিকে সবাই ভারতীয় বাংলা গান হিসেবেই সমাদর করে। বাংলাদেশে গানটির জনপ্রিয়তার শুরু ১৯৭৯ সালে কাজী হায়াতের ‘দ্য ফাদার’ চলচ্চিত্রে ব্যবহারের পর থেকেই। ‘আয় খুকু আয়’ গানটি এখনও শ্রোতাদের মনকে অস্থির করে তোলে। নতুন করে গানটির আয়োজনে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় দুই কণ্ঠ তারকা আসিফ আকবর ও ন্যান্সি।

* বাবা বলে গেল (শামীমা ইয়াসমিন দিবা): ‘বাবা বলে গেল আর কোনোদিন গান করো না’ আমজাদ হোসেনের কথা ও আলাউদ্দিন আলীর সুরে ১৯৮১ সালে গানটির রেকর্ডিং হয়। গানটির কথা সবাই জানলেও শিল্পী শামীমা ইয়াসমিন দিবার কথা অনেকেই জানেন না। আমজাদ হোসেন পরিচালিত ‘জন্ম থেকে জ্বলছি’ চলচ্চিত্রে এ গানটি ব্যবহৃত হয়। এ গানটিও বেশ সমাদৃত, ব্যাপক জনপ্রিয় এবং মানুষের মুখে মুখে এখনও মুখরিত হয়।

* আমার বাবার কথা বড় মনে পড়ে (সৈয়দ আবদুল হাদী) : স্বনামধন্য গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের লেখা সৈয়দ আবদুল হাদি তার বাবার গল্প নিয়ে গানটি গেয়েছিলেন। সৈয়দ আবদুল হাদি চেয়েছিলেন বাবাকে নিয়ে একটি বাস্তববাদী গান করতে, সেটাই গানটিতে তুলে ধরা হয়েছে। বাবার সেই ছোট্টবেলার স্মৃতি থেকে শুরু করে তিনি নিজেই এখন বাবা, এ গল্পের ওপর গানটি সাজানো হয়েছে।

* বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে (মনির খান) : মিল্টন খন্দকারের লেখা স্মরণীয় একটি গান। এ গানে গায়কের গায়ক হওয়ার স্বপ্ন, সাধনার কথা তুলে ধরেছেন তিনি। অশ্র“ভেজা চোখে এ গানটিতে সবটুকু দরদ দিয়ে কণ্ঠ দিয়েছেন গায়ক মনির খান। এ গান যেন তার জীবনের গল্প। গানটি মনির খানের গাওয়া অন্যতম শ্রেষ্ঠ গান। গানটি দর্শক মহলে ব্যাপক সাড়া জাগিয়েছে। এখনও মানুষের মুখে মুখে মুখরিত হয় গানটি।

এ ছাড়া বাবাকে নিয়ে গাওয়া ফাহমিদা নবীর ‘আছো তুমি কোন সুদূরে’, বন্নি আহমাদের ‘বাবা বলতো বড় হয়ে নে খোকা’, ঝিনুকের ‘বাবা খেয়াল রেখো তুমি তোমার মতো’, ফাবিহার ‘আমি যাচ্ছি বাবা’, তারিনের ‘আমার দেখা প্রথম নায়ক আমার কাছে সেরা, বাবা তোমার হৃদয়টা যে আদর স্নেহে ঘেরা’, ডিফারেন্ট টাচ ব্যান্ডের মিসবাহর কণ্ঠে ‘বাবা বলত’ প্রতীক হাসানের ‘এখনো মনে পড়ে বাবাকে’ গানগুলোও যে কোনো সন্তানের মনে বাবার জন্য অপার্থিব প্রেমের আবেদন সৃষ্টি করবে।

বাবা নিয়ে আলোচিত কিছু গান

 তারাঝিলমিল ডেস্ক 
০৭ জুন ২০১৮, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ
বাবা নিয়ে আলোচিত কিছু গান
হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদার এর কিংবদন্তি গান 'আয় খুকু আয়' গানকে নতুন করে গেয়েছিলেন শিল্পী আসিফ ও ন্যান্সি

* আমার বাবার মুখে প্রথম যেদিন (এন্ড্রু কিশোর) : আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সুরে এন্ড্রু কিশোরের গাওয়া ‘আমার বাবার মুখে প্রথম যেদিন’ শিরোনামের গানটি অনেক বেশি জনপ্রিয়। ‘নয়নের আলো’ সিনেমায় এ গানটিতে ঠোঁট মিলান প্রয়াত চিত্রনায়ক জাফর ইকবাল। গানটি এখনও বাবা নিয়ে সবচেয়ে জনপ্রিয় গান।

* বাবা (জেমস) : বাংলাদেশি গানে বাবাকে নিয়ে যত গান প্রকাশ হয়েছে তার মধ্যে নগরবাউল জেমসের গাওয়া ‘বাবা’ গানটি অন্যতম ও জনপ্রিয় গান। গানটির কথাও সুর করেছেন প্রিন্স মাহমুদ। এটি ‘হারজিৎ’ অ্যালবামে প্রকাশিত হয়।

* বাবা তোমার কথা মনে পড়ে (আইয়ুব বাচ্চু) : আইয়ুব বাচ্চুর গাওয়া এ গানটি খুবই জনপ্রিয়। গানটির কথা ও সুর করেছেন তিনি নিজেই। এটি ‘প্রেম তুমি কি’ অ্যালবামে প্রকাশিত হয়।

* বাবা বলে ছেলে নাম করবে (আগুন) : ১৯৯২ সালে মুক্তি পাওয়া সালমান শাহ অভিনীতি ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার গান এটি। মনিরুজ্জামান মনিরের লেখা গানটি গেয়েছেন শিল্পী আগুন। সঙ্গীতায়োজন করেন আনন্দ শ্রীবাস্তব ও মিলিন্দ শ্রীবাস্তব। এটি আগুনের ক্যারিয়ারে প্রথম মুক্তি পাওয়া ছবির গান। এখনও গানটি শ্রোতাদের মুখে মুখে রয়েছে।

* বাবা নেই (আসিফ) : ২০০৬ সালের কথা। আসিফ আকবরের বাবা মারা যান। তার কিছু দিন পরই ‘পাপী’ অ্যালবামটি প্রকাশ হয়। এ অ্যালবামেই ‘বাবা নেই’ গানটি প্রকাশ হয়। মূলত সুরকার রাজেশের আগ্রহে এ গানটি তৈরি হয়। গানটি লিখেছেন প্রদীপ সাহা। গানটি এখনও শ্রোতা মহলে খুব জনপ্রিয় এবং মুখে মুখে মুখরিত।

* আয় খুকু আয় (হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদার) : বাবা নিয়ে পুরনো কিন্তু অসম্ভব জনপ্রিয় একটি গান ‘আয় খুকু আয়’। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং ভি বালোসারার সুরে গানটি গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদার। এটিকে সবাই ভারতীয় বাংলা গান হিসেবেই সমাদর করে। বাংলাদেশে গানটির জনপ্রিয়তার শুরু ১৯৭৯ সালে কাজী হায়াতের ‘দ্য ফাদার’ চলচ্চিত্রে ব্যবহারের পর থেকেই। ‘আয় খুকু আয়’ গানটি এখনও শ্রোতাদের মনকে অস্থির করে তোলে। নতুন করে গানটির আয়োজনে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় দুই কণ্ঠ তারকা আসিফ আকবর ও ন্যান্সি।

* বাবা বলে গেল (শামীমা ইয়াসমিন দিবা): ‘বাবা বলে গেল আর কোনোদিন গান করো না’ আমজাদ হোসেনের কথা ও আলাউদ্দিন আলীর সুরে ১৯৮১ সালে গানটির রেকর্ডিং হয়। গানটির কথা সবাই জানলেও শিল্পী শামীমা ইয়াসমিন দিবার কথা অনেকেই জানেন না। আমজাদ হোসেন পরিচালিত ‘জন্ম থেকে জ্বলছি’ চলচ্চিত্রে এ গানটি ব্যবহৃত হয়। এ গানটিও বেশ সমাদৃত, ব্যাপক জনপ্রিয় এবং মানুষের মুখে মুখে এখনও মুখরিত হয়।

* আমার বাবার কথা বড় মনে পড়ে (সৈয়দ আবদুল হাদী) : স্বনামধন্য গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের লেখা সৈয়দ আবদুল হাদি তার বাবার গল্প নিয়ে গানটি গেয়েছিলেন। সৈয়দ আবদুল হাদি চেয়েছিলেন বাবাকে নিয়ে একটি বাস্তববাদী গান করতে, সেটাই গানটিতে তুলে ধরা হয়েছে। বাবার সেই ছোট্টবেলার স্মৃতি থেকে শুরু করে তিনি নিজেই এখন বাবা, এ গল্পের ওপর গানটি সাজানো হয়েছে।

* বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে (মনির খান) : মিল্টন খন্দকারের লেখা স্মরণীয় একটি গান। এ গানে গায়কের গায়ক হওয়ার স্বপ্ন, সাধনার কথা তুলে ধরেছেন তিনি। অশ্র“ভেজা চোখে এ গানটিতে সবটুকু দরদ দিয়ে কণ্ঠ দিয়েছেন গায়ক মনির খান। এ গান যেন তার জীবনের গল্প। গানটি মনির খানের গাওয়া অন্যতম শ্রেষ্ঠ গান। গানটি দর্শক মহলে ব্যাপক সাড়া জাগিয়েছে। এখনও মানুষের মুখে মুখে মুখরিত হয় গানটি।

এ ছাড়া বাবাকে নিয়ে গাওয়া ফাহমিদা নবীর ‘আছো তুমি কোন সুদূরে’, বন্নি আহমাদের ‘বাবা বলতো বড় হয়ে নে খোকা’, ঝিনুকের ‘বাবা খেয়াল রেখো তুমি তোমার মতো’, ফাবিহার ‘আমি যাচ্ছি বাবা’, তারিনের ‘আমার দেখা প্রথম নায়ক আমার কাছে সেরা, বাবা তোমার হৃদয়টা যে আদর স্নেহে ঘেরা’, ডিফারেন্ট টাচ ব্যান্ডের মিসবাহর কণ্ঠে ‘বাবা বলত’ প্রতীক হাসানের ‘এখনো মনে পড়ে বাবাকে’ গানগুলোও যে কোনো সন্তানের মনে বাবার জন্য অপার্থিব প্রেমের আবেদন সৃষ্টি করবে।