Logo
Logo
×

তারাঝিলমিল

অন্য ম্যাগাজিন অনুষ্ঠানগুলোও ছিল উপভোগ্য

Icon

তারা ঝিলমিল প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ইত্যাদির বাইরেও এবারের ঈদে ম্যাগাজিন অনুষ্ঠানের মধ্যে আনন্দমেলা ও ঈদের বাজনা বাজেরে দর্শকদের বিনোদিত করেছে। অন্য বছরের মতো এ বছরও এটিএন বাংলায় ঈদুল ফিতর উপলক্ষে প্রচার হয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদের বাজনা বাজেরে’। খন্দকার ইসমাইলের উপস্থাপনা ও পরিচালনায় ব্যতিক্রমী সব আয়োজন নিয়ে সাজানো ছিল এ ম্যাগাজিনটি। এতে সঙ্গীত পরিবেশন করেন আঁখি আলমগীর, শাফিন আহমেদ ও ব্যান্ড আভাস। ঈদের বাজারে কেনাকাটায় ভোগান্তি, ঈদের নতুন ফ্যাশন, বিশ্বকাপ ফুটবলসহ সমসাময়িক বিভিন্ন বিষয় হাস্যরসাত্মক স্কিটের মাধ্যমে উপস্থাপন করা হয় এতে। টুকরো টুকরো এসব মজার পর্বে অভিনয় করেছেন জাহিদ শিকদার, প্রানেশ চৌধুরী, আশরাফ কবির, লিটন, উত্তম, মনা সিদ্দকী, প্রিন্স আলমগীর, কাজী আমিনুরসহ আরও অনেকে। বিশ্বকাপ ফুটবলের থিম সংয়ের সঙ্গে একটি দলীয় নৃত্যও দেখানো হয়েছে এবারের ঈদের বাজনা বাজেরেতে।

অন্যদিকে বিটিভির অন্যতম একটি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলাও। বরাবরের মতো এবারও ছিল তারকানির্ভর। অংশ নিয়েছেন সঙ্গীত, টেলিভিশন, চলচ্চিত্র, নৃত্যসহ বিভিন্ন অঙ্গনের একঝাঁক তারকা-শিল্পী। এবারই প্রথম চারজন তারকা-শিল্পী একসঙ্গে আনন্দমেলার উপস্থাপনা করেছেন। তারা হলেন- তুষার খান, রোজী সিদ্দকী, শাহনাজ খুশি ও নাজনীন হাসান চুমকী। তাদের সঙ্গে আরও অংশ নিয়েছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও নাট্যকার বৃন্দাবন দাস। বৃষ্টি নিয়ে তিনটি জনপ্রিয় গানের কোলাজ নিয়ে বিশেষ পরিবেশনায় অংশ নিয়েছেন অভিনেতা ফেরদৌস ও পূর্ণিমা। অভিনেত্রী বিদ্যা সিনহা মিম নৃত্য পরিবেশন করছেন তিনটি জনপ্রিয় গানের সঙ্গে। মমতাজ, কুমার বিশ্বজিৎ, অভিনেতা ফজলুর রহমান বাবুর গান ছিল উপভোগ্য। ফাহমিদা নবী ও সামিনা চৌধুরীর কণ্ঠে ‘রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটির নতুন সঙ্গীতায়োজন ছিল শ্র“তিমধুর। সব মিলিয়ে উপভোগ্য ছিল এবারের ঈদের আনন্দমেলা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম