Logo
Logo
×

তারাঝিলমিল

ইমদাদুল হক মিলনের এক রত্তি সত্যি

Icon

তারা ঝিলমিল প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের গল্প থেকে সম্প্রতি একটি নাটক নির্মিত হয়েছে। নাটকের নাম ‘এক রত্তি সত্যি’। এর নাট্যরূপ দিয়েছেন আল মনসুর এবং পরিচালনা করেছেন কায়সার কাদের সেলিম। এরই মধ্যে নাটকের শুটিং শেষ হয়েছে। আগামী ২৩ মার্চ রাত ৯টা ৩০ মিনিটে এটি চ্যানেল আইতে প্রচার হবে। নাটকের গল্পে দেখা যাবে, ধুরন্ধর বসের অধীনে কাজ করা হাসান মূলত আদম পাচারকারী। হাসান তার আসল পরিচয় গোপন করেন জেরিনদের ব্লাড ডোনেশন গ্রুপে যুক্ত হয়। সেই সুবাদে হাসান ও জেরিনের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। একদিন পুলিশ যখন হাসানদের অফিসে হানা দেয় তখন সে পালিয়ে আত্মগোপন করে। জেরিন অনেক খুঁজেও তাকে পায় না। নাটকটিতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, শাহাজাহান সম্রাট, আল মনসুর, জিয়াউল হাসান কিসলু, শকিক খান দিলু, আনন্দ খালেদ প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম