প্রকাশ হলো আশেকের দুই গান
তারা ঝিলমিল প্রতিবেদক
প্রকাশ: ১৮ মে ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রবাসী সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক আশেক মনজুরের সুর ও সংগীতায়োজনে সম্প্রতি প্রকাশ হয়েছে দুটি গান। এর মধ্যে ‘বলে দাও তুমি’ শিরোনামের একটি গান গেয়েছেন সংগীতশিল্পী মাহাতিম সাকিব ও রঙ্গন রিদ্দ। গানটির কথা লিখেছেন হাসানুল বান্না। অন্যদিকে ‘আহা মন’ শিরোনামের আরেকটি গান গেয়েছেন আশেক নিজেই। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন টুম্পা খান। এটি লিখেছেন নীল মাহবুব।’ দুটি গান প্রসঙ্গে আশেক বলেন, ‘খুব যত্ন নিয়ে কাজগুলো করেছি। সঙ্গে রয়েছে নান্দনিক ভিডিও। আশা করছি শ্রোতা দর্শকদের মন ভরবে।’
