Logo
Logo
×

তারাঝিলমিল

অন্তর্জালের গল্পে মিম

Icon

তারা ঝিলমিল প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিদ্যা সিনহা মিম। গত বছর কুরবানির ঈদে ‘পরান’ ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে সফল সিনেমা। এবারের কুরবানির ঈদেও আসছেন তিনি। সিনেমার নাম ‘অন্তর্জাল’। এটি নির্মাণ করেছেন দীপকংর দীপন। সাম্প্রতিক সময়ে যে বিষয়টি বেশি ঘটছে সেটি হচ্ছে সাইবার ক্রাইম। এই অপরাধ এবং সেটার দমন স্ক্রিনে দেখাবেন নির্মাতা। এ সিনেমায় সাইবার ইউনিটের একজন কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন মিম। তিনি বলেন, ‘ভিন্ন রকম একটি চরিত্র। এমন চরিত্রে আগে কখনো অভিনয় করিনি। এমন চরিত্র আমাদের দেশীয় চলচ্চিত্রে এখনো তেমন আসেনি। তাই বলা চলে নতুন আঙ্গিকে দর্শকদের সামনে আসছি। আশা করছি দর্শকদের পছন্দ হবে।’ এ সিনেমায় জন্য কতটা পরিশ্রম করতে হয়েছে জানতে চাইলে মিম বলেন, ‘যে কোনো চরিত্রের জন্য পরিশ্রম করতে হয়। তবে আমি আগের চেয়ে এখন খুব কেয়ারফুল। নিজের সচেতনতাকে কাজে লাগিয়ে অভিনয় করি। নতুন যে চরিত্রে অভিনয় করেছি তাতেও আমার প্রবল আগ্রহ ও সচেতনতা ছিল। এখন এ চরিত্র যদি দর্শকদের ভালো লাগে তবে আমার পরিশ্রম সার্থক হবে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম