Logo
Logo
×

তারাঝিলমিল

ডুয়েট গানে অংকনের আগ্রহ

Icon

তারা ঝিলমিল প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এ সময়ের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী অংকন ইয়াসমিন। একক গানের চেয়ে দ্বৈতকণ্ঠের গানের প্রতিই তিনি আগ্রহী। কাজও করছেন দ্বৈত গানে। গেল ঈদে কাজী শুভ ও তার কণ্ঠে ইউটিউবে প্রকাশ হয়েছে ‘কেরামত আলীর মা’ শিরোনামে একটি গান। এরই মধ্যে গানটি পনেরো লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। পাশাপাশি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে ফোক ম্যাশাপ প্রকাশ হয়েছে। সম্প্রতি নতুন একটি দ্বৈত গান তৈরি করেছেন তিনি। এতে তার সহশিল্পী ইমন খান। গানের শিরোনাম ‘ভাবির হাতের পান’। ‘বাউলা বাতাস’ শিরোনামের আরও একটি গান আছে প্রকাশের অপেক্ষায়। অংকন ইয়াসমিন বলেন, ‘দ্বৈত গানের ক্ষেত্রেও এখন একটু বেশি মনোযোগ দিচ্ছি। কারণ শ্রোতা-দর্শক দ্বৈত গান বেশি উপভোগ করেন।’

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম