ওয়ানডে দলের নতুন অধিনায়ক তামিম
স্পোর্টস রিপোর্টার
প্রকাশ: ০৮ মার্চ ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। সদ্য বিদায়ী অধিনায়ক মাশরাফি মুর্তজার স্থলাভিষিক্ত হলেন এ অভিজ্ঞ বাঁ-হাতি ওপেনার। জিম্বাবুয়ের বিপক্ষে গত শুক্রবার তৃতীয় ওডিআইতে শেষবার নেতৃত্ব দেন মাশরাফি।
তিন ম্যাচের ওই সিরিজে টানা দুটি সেঞ্চুরি করা তামিমকে ওয়ানডের নতুন নেতা হিসেবে বেছে নিল বিসিবি। রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। নির্দিষ্ট সময় জানানো না হলেও দীর্ঘ মেয়াদের জন্য তাকে অধিনায়কত্ব দেয়া হয়েছে।
এর আগে দু’বার সহ-অধিনায়ক থাকলেও তামিমকে টপকে অন্যদের অধিনায়ক করা হয়। পাকিস্তান সফরে ১ এপ্রিল একটি মাত্র ওয়ানডে দিয়ে তামিমের অধিনায়কত্ব পর্ব শুরু হবে। এরপর মে মাসে আয়ারল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এর মধ্যে দিয়ে বাংলাদেশ তিন ফরম্যাটে তিন অধিনায়কের যুগে ফিরে গেল।
৩০ বছর বয়সী তামিম বাংলাদেশ দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড়। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়। বাংলাদেশের হয়ে ওডিআইতে সর্বোচ্চ রান তার। ২০৭ ম্যাচে ৭২০২। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরিও তার- ১৩টি।
দায়িত্ব পাওয়ার পর তার প্রতিক্রিয়া, ‘এটি আমার জন্য এক বিরাট সম্মান। আমার ওপর আস্থা রাখার জন্য বিসিবিকে ধন্যবাদ জানাই। মাশরাফি ভাই অধিনায়ক হিসেবে আমার জন্য অনুপ্রেরণার উৎস। তার রেখে যাওয়া বিশাল দায়িত্ব পালনে আমি সর্বাত্মক চেষ্টা করব।’
একইদিনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। জাতীয় দলের নতুন কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে ১৬ জন ক্রিকেটারকে। ক্রিকেটারদের মোট চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের দুটি টি ২০ ম্যাচ ২১ ও ২২ মার্চ অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।
তার আগে ১৮ মার্চ ঢাকায় এআর রাহমানের নেতৃত্বে একটি কনসার্ট অনুষ্ঠিত হবে। করোনাভাইরাস সারা বিশ্বে আতঙ্ক তৈরি করলেও তার প্রভাবে এখনও কোনো সফর বাতিল বা দেশে কোনো ম্যাচ আয়োজনে সমস্যা দেখছে না বিসিবি। বোর্ডের এজিএম হবে এপ্রিল মাসে।
২০১৪ সালের কথা। তামিম ইকবাল তখন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক। অধিনায়ক মুশফিক ইনজুরিতে পড়লে দায়িত্ব পাওয়ার কথা ছিল তামিমেরই। কিন্তু হঠাৎ করেই মাশরাফিকে অধিনায়ক করা হয়। তখন বাংলাদেশের কোচ জেমি সিডন্স। সেবার তৃতীয় দফায় অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই বাংলাদেশের নেতৃত্বের ভার ছিল মাশরাফির কাঁধে। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডের পর মাশরাফিকে কাঁধে নিয়ে মাঠ ঘুরেছিলেন তামিম। এবার তার কাঁধেই দেশের ওয়ানডে দলের ভার।
তামিমকে ওয়ানডে অধিনায়ক ঘোষণা করে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘সর্বসম্মতিক্রমে ওডিআই অধিনায়ক করা হয়েছে তামিম ইকবালকে। লম্বা সময়ের জন্য তাকে অধিনায়ক করা হয়েছে। আগামী বছর চেয়েছিলাম একজনকে পূর্ণাঙ্গ অধিনায়ক করতে।
কিন্তু আজকের (রোববার) বোর্ড সভা শেষে আমরা চিন্তা করলাম তামিমকে দীর্ঘ সময়ের জন্য অধিনায়ক করা যায়।’ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহও ছিলেন লড়াইয়ে। এছাড়া অক্টোবরে সাকিবের নিষেধাজ্ঞা শেষ হয়ে গেলে তাকেও ভাবনায় রাখা হয়েছিল। শেষ পর্যন্ত তামিমকে কেন অধিনায়ক করা হল তা জানতে চাইলে বিসিবি সভাপতি বলেন, ‘অধিনায়ক নির্বাচন বোর্ডের সিদ্ধান্ত। বোর্ড অনেক খেলোয়াড়কে দেখে। অনেক সময় আবার অনেকে আগ্রহীও হয় না। সবার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
নেতৃত্বের অভিজ্ঞতা অবশ্য তামিমের জন্য একেবারে নতুন নয়। গত বিশ্বকাপের পর শ্রীলংকা সফরের আগে চোট নিয়ে ছিটকে যান নিয়মিত অধিনায়ক মাশরাফি। শ্রীলংকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন তামিম। তিন ম্যাচেই অবশ্য হেরে যায় দল।
ওই সিরিজ থেকেই তামিমকে পরিকল্পনার মধ্যে আনা হয়েছে। ২০১৭ সালে একটি টেস্টেও নেতৃত্ব দিয়েছেন এ বাঁ-হাতি ওপেনার। নিয়মিত অধিনায়ক মুশফিকুর চোট নিয়ে ছিটকে গেলে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে অধিনায়কের দায়িত্ব পালন করেন তৎকালীন সহ-অধিনায়ক তামিম। ম্যাচটি নয় উইকেটে হেরেছিল বাংলাদেশ।
