মোবাইল চশমা ব্যাগ থেকেও হতে পারে সংক্রমণ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
করোনা মহামারীতে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে, মৃত্যু ছাড়িয়েছে ৩২ হাজার। বাংলাদেশে এখন পর্যন্ত ৪৮ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৫ জন।
করোনা সংক্রমণ থেকে বাঁচার জন্য পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত থাকাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি।
সেই সঙ্গে জরুরি নিত্যব্যবহার্য কয়েকটি সামগ্রীর বিষয়েও নজর রাখা- যার মাধ্যমে ছড়াতে পারে করোনাভাইরাস। এগুলো হল- চশমা, মোবাইল ফোন ও বাজারের ব্যাগ ইত্যাদি।
ঘরে ফেরার পর দু হাত সাবান দিয়ে ধুয়ে নেয়ার পাশাপাশি এসবও ধুয়ে বা জীবাণুমুক্ত করে নিতে হবে। আনন্দবাজার পত্রিকা।
কার্যত লকডাউন চলছে দেশে। কিন্তু এরই মধ্যে জরুরি প্রয়োজনে আমাদের দোকান বা বাজারে যেতেই হচ্ছে। প্রয়োজনে যেতে হচ্ছে ডাক্তারের চেম্বারে বা ওষুধের দোকানেও।
বেরুলেই মোবাইল ফোন সঙ্গে রাখা আমাদের বহু দিনের অভ্যাস। আর যাদের চশমা না পরলে চলে না, তাদের তো চশমা বাড়িতে রেখে বাইরে পা ফেলার উপায়ই নেই। মুদির দোকান, মাছ বা সবজি বাজারে গেলে সঙ্গে ব্যাগ নিয়ে না গেলে মুশকিল।
আর এসবের মাধ্যমে বাড়িতে ব্যাকটেরিয়া, করোনাসহ নানা ভাইরাস সংক্রমণের জোরালো আশঙ্কা রয়েছে, জানিয়েছেন চিকিৎসকেরা।
কী করতে হবে? জবাবে এক চিকিৎসক বলেন, বাইরে থেকে বাড়ি ফিরে দুটি হাত খুব ভালোভাবে ধুয়ে নেয়ার পাশাপাশি চশমা ও মোবাইল ফোনও খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে পানি, জীবাণুনাশক বা লোশন দিয়ে।
দু’-তিন দিন অন্তর ভালোভাবে ধুয়ে নিতে হবে বাজারের ব্যাগও। ব্যাগে যদি রক্তের (মাছ-মাংসের) দাগ লেগে থাকে, তা হলে বাড়িতে ফিরেই সেই ব্যাগটি খুব ভালোভাবে সাবান বা ডিটারজেন্ট দিয়ে (৩০ মিনিট ভিজিয়ে রেখে) ধুয়ে নিতে হবে।
না হলে এদের মাধ্যমে নিজেদের তো বটেই, বাড়ির লোকজনেরও সংক্রমণ ঘটতে পারে।
চিকিৎসক আরও বলেন, ‘চশমা হলে প্রথমে বেসিনের কল থেকে বেরুনো পানি দিয়ে দু’টি কাচ ও ফ্রেম ভালোভাবে ধুয়ে নিয়ে হবে।
তারপর চশমা পরিষ্কার করার জন্য যে বিশেষ লোশন আছে, তা দিয়ে খুব ভালোভাবে মুছে নিতে হবে কাচ ও ফ্রেম। আর সেটা যে কোনো কাপড় দিয়ে মুছলে হবে না। চশমার খাপে যে কাপড় দেয়া থাকে, তা দিয়েই মুছতে হবে।’
চিকিৎসকেরা বলছেন, বাইরে থেকে বাড়িতে ফিরেই হাত ধোয়ার সঙ্গে সঙ্গে মোবাইল ফোনও জীবাণুনাশক দিয়ে মুছে নেয়া যেতে পারে।
যে ফোনটি পানিরোধী তা ভালো করে ধুয়েও নেয়া যেতে পারে। তবে পানিরোধী না হলে পানিতে ভেজাবেন না।
