করোনায় পাঁচ দেশেই মৃত্যু দেড় লাখ
বাকি বিশ্বে ৫০ হাজার: জার্মানিতে লকডাউনবিরোধী বিক্ষোভ * ক্যালিফোর্নিয়ায় সমুদ্রসৈকতে হাজারও মানুষের ভিড় * রাশিয়ায় আক্রান্ত ৮০ হাজার ছাড়াল
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
করোনা মহামারীতে বিশ্বজুড়ে দুই লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ইউরোপের চার দেশ এবং যুক্তরাষ্ট্রেই মৃত্যু হয়েছে দেড় লাখ মানুষের। শুধু যুক্তরাষ্ট্রেই অর্ধলাখের বেশি প্রাণ কেড়ে নেয় অদৃশ্য এই ভাইরাসটি।
ইউরোপে ইতালি, স্পেন, ফ্রান্স ও যুক্তরাজ্য-প্রতিটি দেশে ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু ৬ হাজারের বেশি, এর মধ্যে ওই পাঁচ দেশেই রয়েছে ৪ হাজারের ওপরে।
এদিকে আরেক পরিসংখ্যানে দেখা গেছে, করোনায় প্রথম মৃত্যুর পর ৫০ হাজার ছাড়াতে সময় লেগেছিল ৮২ দিন। এক লাখ মানুষ মারা যেতে সময় লেগেছে ৯০ দিন। আর গত ১৫ দিনে বিশ্বজুড়ে মারা গেছেন আরও এক লাখ মানুষ।
এপ্রিলে গড়ে প্রতিদিন মারা যাচ্ছেন ৬ হাজারের বেশি মানুষ। খবর বিবিসি, রয়টার্স ও এএফপিসহ বিভিন্ন সংবাদমাধ্যমের।
বাংলাদেশ সময় রোববার রাত ১টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯ লাখ ৭৬ হাজার ৯৪২ জন। এর মধ্যে মারা গেছেন ২ লাখ ৬ হাজার ১৩৩ জন, সুস্থ হয়েছেন ৮ লাখ ৭৪ হাজার ৫৫৪ জন।
সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে ৫৪ হাজার ৯৫৮ জন। দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা ৯ লাখ ৭৬ হাজার ১৭৬ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২ হাজার ৬৫ জন।
মৃত্যুতে দ্বিতীয় স্থানে থাকা ইতালিতে প্রাণ গেছে ২৬ হাজার ৬৪৪ জনের। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৬৭৫ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪১৫ জন। এরপর স্পেনে মৃত্যু হয়েছে ২৩ হাজার ১৯০ জনের।
দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৬২৯ জন। মৃত্যুতে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ২২ হাজার ৮৫৬ জন। মোট আক্রান্ত ১ লাখ ৬২ হাজার ১০০ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৬৯ জন।
যুক্তরাজ্যে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২০ হাজার ৭৩২ জনের। দেশটিতে মোট আক্রান্ত ১ লাখ ৫২ হাজার ৮৪০ জন।
যুক্তরাজ্যের হাসপাতালগুলোয় মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে বলে দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। গত মাসের মাঝামাঝিতে দেশটির প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা বলেছিলেন, মৃতের সংখ্যা ২০ হাজারের নিচে রাখা গেলে সেটি ‘ভালো ফল’ হবে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় নতুন করোনাভাইরাস মহামারী রোধে সরকার যেভাবে সাড়া দিয়েছে, তা নিয়ে সমালোচনা ক্রমেই বেড়ে চলেছে।
ইউরোপের প্রতিবেশী দেশগুলোর তুলনায় যুক্তরাজ্য লকডাউন জারি করতে সময় নিয়েছে। আর পরে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকার মুখে পরীক্ষার সামর্থ্য বাড়ানোর চেষ্টায়ও হিমশিম খাচ্ছে।
করোনা যুদ্ধে জয়ের পথে স্পেন : করোনা মহামারী অভিশাপ ধীরে ধীরে কাটতে শুরু করেছে মৃত্যুপুরী স্পেনে। গত ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছেন আরও ২৮৮ জন।
আপাতদৃষ্টিতে সংখ্যাটি যথেষ্ট বড় হলেও এটাই দেশটিতে গত এক মাসের মধ্যে একদিনে সর্বনিম্ন মৃত্যুর ঘটনা। শনিবারও সেখানে ৩৭৮ জনের প্রাণহানির কথা জানিয়েছিল কর্তৃপক্ষ।
এর আগের দিন মারা গিয়েছিল অন্তত ৩৬৭ জন। ইউরোপের দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৭২৯ জন। আক্রান্তদের মধ্যে ৯৫ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
দেশটিতে লকডাউন শিথিল করার পর ইতোমধ্যে বেশকিছু প্রতিষ্ঠান ও কলকারখানাও চালু করা হয়েছে।
লকডাউন উপেক্ষা করে সমুদ্রসৈকতে হাজারও মানুষ : করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে লাফিয়ে বাড়ছে। কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই আমেরিকানদের।
প্রচণ্ড দাবদাহে লকডাউন উপেক্ষা করে ক্যালিফোর্নিয়ায় সমুদ্রসৈকতে হাজার মানুষ ভিড় করেছে। করোনার প্রকোপ ঠেকাতে সামাজিক দূরত্ব মেনে সৈকতে চলার অনুরোধ করেছিলেন ক্যালিফোর্নিয়ার মেয়র গ্যাভিন নিউসম; কিন্তু তা একেবারেই মানা হয়নি।
খেয়াল খুশিমতো সৈকতে হাজির হন আমেরিকানরা, বিশেষ করে নিউপোর্ট ও হান্টিংটন সমুদ্রসৈকতে উপচে পড়া ভিড় দেখা গেছে। সামাজিক দূরত্বের বালাই ছিল না। হান্টিংটনে ৬ ফুটের মধ্যে পাঁচজন মেয়েকে একসঙ্গে দেখা গেছে। মাস্ক ছিল না কারও মুখে।
জার্মানিতে লকডাউনবিরোধী বিক্ষোভ : জার্মানিতে লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজারও মানুষ। সরকারি নির্দেশনা অমান্য করায় শনিবার বার্লিন থেকে কয়েক ডজন বিক্ষোভকারীকে আটক করেছে স্থানীয় পুলিশ।
জার্মান রাজধানীতে গত কয়েক সপ্তাহ ধরেই প্রতি শনিবার লকডাউনবিরোধী বিক্ষোভ চলছে। মূলত বামপন্থীরাই এর উদ্যোক্তা হলেও সমমনা অনেক ডানপন্থী গ্রুপও যোগ দিয়েছে এ বিক্ষোভে।
রোববার বিক্ষোভকারীদের গন্তব্যস্থল রোজা লুক্সেমবার্গ স্কয়ার পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দিলে তারা সড়কেই জড়ো হতে শুরু করে।
তাদের অনেকেই জার্মান চ্যান্সেলরকে স্বাভাবিক জীবনযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বলে অভিযুক্ত করেছেন, অনেকেই ‘স্বাধীনতা’র দাবি সংবলিত টি-শার্ট পরে বিক্ষোভে অংশ নেন।
করোনার টিকা লুকিয়ে রেখেছেন ট্রাম্প : করোনাভাইরাসের বিরুদ্ধে প্রাণপণে লড়ে যাচ্ছে বিশ্ব। এ মুহূর্তে মানুষ যে জিনিসটি সবচেয়ে বেশি খুঁজছে তা হচ্ছে করোনার সঠিক চিকিৎসা।
এ নিয়ে আমেরিকান জনগণ কী ভাবছে, সম্প্রতি এমন এক জরিপে উঠে এসেছে অবাক করা তথ্য। ডেমোক্রেসি ফান্ড, ইউসিএলএ ন্যাশনস্কেপ প্রজেক্ট এবং ইউএসএ টুডের এ সম্মিলিত জরিপে দেখা যায়, এক-তৃতীয়াংশ আমেরিকান মনে করে কোভিড-১৯ চিকিৎসায় আমেরিকার হাতে টিকা আছে।
তবে সেই টিকাটি ট্রাম্প প্রশাসন লুকিয়ে রেখেছে। ২-৮ এপ্রিল পরিচালিত ওই জরিপে দেখা যায়, সরকার মৃত্যুর যে হিসাব দিচ্ছে তাতে বিশ্বাস করেন না অংশগ্রহণকারীদের ৫০ শতাংশ।
জরিপ পরিচালনাকারী বিশ্লেষকরা বলছেন, করোনাভাইরাস পরিস্থিতির কারণে মানুষের চিন্তা-চেতনায় পরিবর্তন ঘটছে। ফলে মানুষ এখন অনেক অযৌক্তিক বিষয়ও বিশ্বাস করতে শুরু করেছে।
রাশিয়ায় আক্রান্ত ৮০ হাজার ছাড়াল : কয়েক সপ্তাহ ধরে রাশিয়ায় করোনার প্রকোপ বাড়ছে হুহু করে। দেশটিতে যে হারে সংক্রমণ বাড়ছে তাতে আর একদিনের মধ্যেই তারা চীনকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
রোববার রাশিয়ার ক্রাইসিস রেসপন্স সেন্টার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬ হাজার ৩৬১ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ৯৪৯ জনে।
এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৬ জন। ফলে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৭ জন।
