Logo
Logo
×

প্রথম পাতা

সুদ আরোপ স্থগিতের সুবিধা নতুন ঋণে মিলবে না

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৪ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সুদ আরোপ স্থগিতের সুবিধা নতুন ঋণে মিলবে না

এ বছরের পহেলা এপ্রিল থেকে বিতরণ করা নতুন ঋণের বিপরীতে সরকার ঘোষিত সুদ আরোপ স্থগিতের সুবিধা থাকবে না। এসব ঋণের বিপরীতে যথানিয়মে সুদ আরোপিত হবে এবং গ্রাহকদের কাছ থেকে তা আদায়ও করা যাবে। কেবল ৩১ মার্চ পর্যন্ত গ্রাহকদের নামে বিতরণ করা সব ধরনের ঋণের বিপরীতে এপ্রিল ও চলতি মে মাসের সুদ আরোপ স্থগিত থাকবে। এসব সুদ আদায়ও করা যাবে না। এ বিষয়ে সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করা হয়।

এর আগে রোববার বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা অপর এক সার্কুলারে বলা হয়, করোনাভাইরাসের কারণে সৃষ্ট ব্যবসায়িক

পরিস্থিতি মোকাবেলায় ব্যাংকের সব ধরনের ঋণের ওপর ১ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত ব্যাংকগুলোর সব ধরনের ঋণ বা বিনিয়োগের বিপরীতে সুদ বা মুনাফা আরোপ স্থগিত করতে হবে। ওই ঋণ বা বিনিয়োগের ওপর আরোপিত বা আরোপযোগ্য সুদ বা মুনাফা একটি সুদবিহীন ব্লকড হিসাবে স্থানান্তর করতে হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব সুদ বা মুনাফা গ্রাহকদের কাছ থেকে আদায় করা যাবে না।

বিদ্যমান পরিস্থিতিতে ব্লকড হিসাবে স্থানান্তরিত সুদ বা মুনাফা কিভাবে সমন্বয় করা হবে সে ব্যাপারে পরবর্তী সময়ে ব্যাংকগুলোকে জানানো হবে। এসব সুদ বা মুনাফা কোনোক্রমেই ব্যাংকের আয় খাতেও নেয়া যাবে না। ইতোমধ্যে কোনো ব্যাংক এসব সুদ বা মুনাফা ব্যাংকের আয় খাতে নিয়ে থাকলে সেগুলো পুনরায় ব্লকড হিসাবে স্থানান্তর করতে হবে। এদিকে সোমবার জারি করা সার্কুলারে এর একটি ব্যাখ্যা দেয়া হয়েছে। সে অনুযায়ী আলোচ্য সুবিধা তারাই পাবেন, যারা ৩১ মার্চের মধ্যেই ঋণ নিয়েছেন। ওইসব ঋণের বিপরীতে এখন যে পরিমাণ স্থিতি রয়েছে তার বিপরীতে এপ্রিল ও মে মাসে কোনো সুদ আরোপিত হবে না। সেগুলো একটি সুদবিহীন ব্লকড অ্যাকাউন্টে নিয়ে রাখা হবে। সার্কুলারে আরও বলা হয়, ১ এপ্রিল থেকে যেসব গ্রাহক নতুন ঋণ ব্যাংক হিসাব থেকে উত্তোলন করেছেন তারাও আলোচ্য সুবিধা পাবেন না।

সুদ আরোপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম